Dec 15, 2017

টেলিটক বিজয় অফার মাত্র ৪৭ টাকায় ১ জিবি ইন্টারনেট


টেলিটক বিজয় অফার – মাত্র ৪৭ টাকায় ১ জিবি ডাটাঃ
.
এই ৪৭ তম বিজয় দিবসে গ্রাহকের মুখে হাসি ফোটাতে টেলিটক নিয়ে এলো বিশেষ উপহার! মাত্র ৪৭ টাকায় ১ জিবি ডাটা, ৪৭ মিনিট অন-নেট ও ৪৭ মিনিট অফ-নেট টকটাইম, ৪৭ SMS (যেকোন
অপারেটরে)!
.
অফারটি সকল টেলিটক প্রিপেইড
গ্রাহকদের জন্য প্রযোজ্য অফারটি চালু করতে ৪৭ টাকা রিচার্জ করুন অথবা P47 লিখে এসএমএস করুন ১১১ নম্বরে (বিনা চার্জে) অথবা ডায়াল করুন
*১১১*৪৭#
.
অফারটি চালু করার পর গ্রাহকগণ
পাবেন ৪৭ মিনিট অন নেট এবং ৪৭ মিনিট অফ নেট টকটাইম, ৪৭ এসএমএস এবং ১ জিবি ডাটা টকটাইম, এসএমএস এবং ডাটার মেয়াদ অ্যাক্টিভেশনের দিনসহ ৫ দিন। টকটাইম, এসএমএস এবং ডাটা ২৪
ঘন্টা ব্যবহার করা যাবে।
.
অফার চলাকালীন গ্রাহকগণ যত খুশি ততবার উল্লিখিত অফারটি উপভোগ করতে পারবেন। অব্যবহৃত ভয়েস মিনিট এবং ডাটা পরবর্তীতে ব্যবহারযোগ্য নয়। এই অফারটি চলবে ১৫ ডিসেম্বর রাত ১ থেকে ১৯ ডিসেম্বর রাত ১১:৫৯ পর্যন্ত। মোট ৫ দিন।


EmoticonEmoticon