Showing posts with label বাংলা ভালবাসার এসএমএস. Show all posts
Showing posts with label বাংলা ভালবাসার এসএমএস. Show all posts

Nov 12, 2018

উপদেশ মূলক কথা উপদেশ মূলক এস এম এস ইসলামিক উপদেশ - Love sms in Bangla


(১১৫) মনের মানুষেরকাছে বেশি আবেগ প্রকাশকরতে যেওনা। কেননা,সে তোমার এই দুর্বলতারসুযোগ নিয়ে কষ্টদিতে পারে।

(১১৬) কাওকে কষ্ট দিয়ে,সুখে থাকার আশা করাটা বোকামি ছারা আর কিছুই নয় মনে রেখো, এর থেকেও প্রখর কষ্ট তোমার জন্য অপেক্ষা করছে

(১১৭) জীবনটা খুবই সাধারণ,তুমি তাই পাবে যা তুমি দিবে। সম্মান চাও,তবে সম্মান দাও। মনোযোগ প্রত্যাশা করলে,আগে মনোযোগী হও। ভালোবাসা চাও তো ভালোবাসা দাও।

(১১৮) 'মায়া' আর 'প্রেম' এক না। প্রেমের মধ্যে মায়া আছে। কিন্তু মায়ার মধ্যে প্রেম নাও থাকতে পারে। আর তাই, মানুষ মায়া করে কুকুর-বেড়াল পুষে, ওদেরকে ভালোবাসে না। কারন ভালোবাসা নাও থাকতে পারে

(১১৯) কেউ যদি অভিমানে তোমার সাথে কথা না বলে,, বুঝে নিবে সে তোমায় আড়ালে মিস করে.. আর কেউ যদি না দেখে কাঁদে,, বুঝে নিবে সে তোমায় ভীষণ ভালবাসে..!!

(১২০) কাউকে মন দিয়ে ভালবাসতে যেওনা। ভালবাসলে না পারবে বাচতে, না পারবে মরতে। দুনিয়াতে এর চেয়ে নরক যন্ত্রণা আর কি হতে পারে?

(১২১) বড় গাছ নড়ে কম। বড় মাছের কাঁটা কম। জ্ঞানী লোকের কথা কম । সৎ লোকের সংখ্যা কম। গুণী লোকের কদর কম। মরা নদীর পানি কম। রাগী লোকের ধৈর্য কম । সুস্থ লোকে খায় কম। মূর্খ লোকের আক্কেল কম। নিষ্ঠুর লোকের মায়া কম। শিশুদের হিংসা কম। সৎ লোকের বন্ধু কম। মেয়ে মানুষের বুদ্ধি কম। নিঃশ্বাসের বিশ্বাস কম|?

(১২২) কাউকে ভালোবাসার জন্য একটা শক্তিশালী হৃদয়ের প্রয়োজন । আর কারো দ্বারা আঘাত পাওয়ার পরও তাকে ভালোবেসে যাওয়ার জন্য লাগে তারচেয়েও শক্তিশালী হৃদয় । যা অনেকের থাকে না । মৃত্যর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে কতো কঠিন, কতো ভয়ানক তা একমাত্র আমি অনুভব করতে পারি ।

(১২৩) প্রতিটা মানুষের জীবনে সময়ের মূল্য অনেক বেশি। এটি সবার মুখে মুখেই শোনা যাই।যখন এটি আমরা বাস্তবে উপলদ্ধি করি তখনই বোঝা যাই, আসলেই মানুষের জীবনে সময়ের মূল্য কতটুকু বেশি?আমি নিজেই এটাকে বাস্তবে উপলদ্ধি করলাম এবং বুঝলাম সময়কে কতটুকু গুরুত্ত দেওয়া উচিত?তাই সময়ের কাজ সময়ে করে নেওয়া ভাল...

(১২৪) ⌠জীবন হলো একটা কঠিন পরীক্ষার নাম।যে পরীক্ষায় প্রত্যেকের জন্য প্রশ্নপত্রটা ভিন্ন ভিন্ন।তাই অন্য কাউকে অন্ধভাবে নকল করতে গেলে পরীক্ষায় ফেইল করাটা স্বাভাবিক⌡-

bangla upodesh mulok kotha

(১২৫) "তোমার যা নেই তার পেছনে ছুটো।যা আছে তা নষ্ট করো না।মনে রেখো আজকে তোমার যা আছে।গতকাল তুমি সেটার পেছনে ছুটে ছিলে----

(১২৬) এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মকাণ্ডের জন্য ধংস হবেনা.যারা খারাপ মানুষের এসব কর্ম-কাণ্ড দেখেও কিছু করেনা তাদের জন্যই ধংস হবে!-

(১২৭) ত্রুকে যদি একবার ভয় করো,তবে বন্ধুকে অন্তত দশবার ভয় করো।কারণ বন্ধু যদি কোন সময় শত্রু হয়,তবে সে হবে সবচেয়ে নিষ্ঠুরতম শত্রু।-

(১২৮) পাপের কাজ করে লজ্জিত হলে পাপ কমে যায়, আর পুণ্য কাজ করে গর্ববোধ করলে পুণ্য বরবাদ হয়ে যায়....-

(১২৯) জীবনের রাস্তায় একা একা হেঁটে যাওয়া খুব একটা কঠিন কাজ নয়।কিন্তু,কারো হাত ধরে অনেক টা পথ হেঁটে গিয়ে,সেখান থেকে একা একা ফিরে আসা খুব বেশি কঠিন।.

(১৩০) পৃথিবীতে আসার সময় প্রতিটি মানুষই একটি করে আলাদিনের প্রদীপ নিয়ে আসে, কিন্তু খুব কম মানুষই সেই প্রদীপ থেকে ঘুমন্ত দৈত্যকে জাগাতে পারে....

(১৩১) কারো সুখের জন্য ভালো পেনসিল না হতে পারো।কিন্তু ভালো রাবার হও,তার দুঃখ মুছার জন্য।

(১৩২) মানুষ মানুষের জন্য,মানুষকে ভেবোনা বাজারের পন্য,হয়তো ভুল করে সে তোমায় বেসেছে ভালো,তাই বলে তুমি নিভিয়ে দিওনা,তার জীবনের আলো.

(১৩৩) যখন ভালবাসা তোমার কাছে অজানা তখন বুঝবেনা সুখ কী?যখন কাউকে ভালবাসবে তখন বুঝবে ব্যাথা কী?যখন তুমি ভালবাসা হারিয়ে ফেলবে তখন বুঝবে জীবন কী

(১৩৪) বিশাল হৃদয় দিয়ে"কি হবে"যদি দুঃখ না বোঝে"ফেন্ডশিপ করে কি হবে"যদি মূল্য না দাও" ভালবেসে কি হবে"যদি ভালবাসার মানুষকে"কষ্ট দাও. তাই ভালবাসার মানুষকে কষ্ট দিও না ।

(১৩৫) মন দেখে ভালবেসো ধন দেখে নয় গুন দেখে প্রেম করো রুপ দেখে নয় রাতের বেলায় স্বপ্ন দেখো দিনের বেলায় নয় এক জনকে ভালবেসো দশ জনকে নয়

(১৩৬) কাউকে যদি ভালোবাসতে হয় তাহলে হৃদয় থেকে ভালোবাসুন। নিজের স্বার্থের জন্য তার সাথে ভালোবাসার অভিনয় করবেন না। আপনার অভিনয় হয়তো একটি মানুষের জীবনটাই এলোমেলো করে দেবে ।

(১৩৭) যে সত্যিকারের ভালবাসতে জানে......সে তার প্রিয় মানুষটির কান্নাকে আপন করে নিতে পারে।যে সত্যিকারের ভালবাসতে জানে......সে হাজারও কষ্টের মাঝে সেই মানুষটিকে সুখী রাখতে পারে।যে সত্যিকারের ভালবাসতে জানে......সে কখনো তার ভালবাসার মানুষটিকে ছেড়ে যেতে পারেনা!আর যে মানুষটি ছেড়ে চলে যায়......সে কখনো ভালবাসার যোগ্য মানুষ ছিলো না..!

উপদেশ মূলক কথা ,উপদেশ মূলক এস এম এস ,ইসলামিক উপদেশ


(১৩৮) কে তোমার সব চেয়ে ভাল বন্ধু সেটা তখনই বুঝবে, যখন তোমার কাউকে খুব প্রয়োজন হবে !!!

(১৩৯) কারো সাথে বন্ধুত্ব করার আগে তাকে পরীক্ষা করে নেয়া উচিত, সে বন্ধুত্বের যোগ্য কিনা।

(১৪০) প্রত্যেক মানুষের মাথায় এক বা একাধিক টেকনিকেল সমস্যা থাকে । আর তাই বলে এটা ভাবার কোনো অবকাশ নেই যে সে পাগল ।

(১৪১) পরের প্রশংসা পেতে হলে, অপরকে প্রশংসা করতে হয়

(১৪২) শেষবারের মতো আরেকবার চেষ্টা করে দেখি -পৃথিবীতে এই চিন্তাটাই অনেক সফল মানুষের জন্ম দিয়েছে।

(১৪৩) এমন জীবন তুমি করিও গঠণ মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভূবন

(১৪৪) ভাগ্য তোমার হাতে নেই, কিন্তু সিদ্ধান্ত তোমার হাতে । ভাগ্য সিদ্ধান্ত নেয় না, কিন্তু তোমার সিদ্ধান্তই তোমাকে ভাগ্য এনে দিতে পারে ৷

(১৪৫) পৃথিবিতে বেচে থাকতে হলে প্রতি পদে পদে মায়াকে তুচ্ছ করতে হয়।

(১৪৬) ভালোবাসা বদলায় না, বদলে যায় মানুষগুলো। অনুভূতি হারায় না, হারিয়ে যায় সময় গুলো।

(১৪৭) বোকা মানুষ গুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে। কিন্তু কখনও কাউকে ঠকাতে জানে না।

(১৪৮) প্রজাপতির পিছনে ছুটে সময় নষ্ট করো না। "ফুলের চাষ করো"। দেখবে প্রজাপতিই তোমার পিছনে ছুটবে।

(১৪৯) কারো সাথে বন্ধত্ব করারর আগে তাকে পরিক্ষা করে নেয়া উচিত, সে বন্ধুত্বর যোগ্য কি না.।

(১৫০) দুঃখ কমে যায় ভাগ করে নিলে,,, অভীমান চলে যায় ভালবাসা দিলে,,, কষ্ট বেড়ে যায় ভুল বুঝলে,,, হ্রদয় বেঙ্গে যায় আঘাত দিলে....

(১৫১) যদি আপনার কাছে কেউ কিছু বলতে চায়, তবে মনোযোগ দিয়ে তার কথা গুলো শুনুন। কিছু দিতে পারেন বা না পারেন, আপনার আন্তরিকতা তার হৃদয়কে স্পর্শ করবে।

(১৫২) কোনোকিছু আমাদের কাছে সবচেয়ে বেশি মূল্যবান মনে হয় দুটি সময়ে। সেটি অর্জন করার পূর্বে এবং হারিয়ে ফেলার পর। এই দুইয়ের মধ্যেবর্তী সময়ে তার মূল্য মাথায় রাখুন। তাকে হারিয়ে ফেলার সম্ভাবনা কমে যাবে।

(১৫৩) "ভুল ভ্রান্তি দিয়েই মানুষের জীবন। সেই ভুলকে প্রাধান্য দিয়ে বাকি জীবনে অশান্তি ডেকে আনবার কোন মানে হয় না"।

(১৫৪) সাফল্য সুখের কারন নয় বরং সুখই সাফল্যের চাবিকাঠি। আপনি যাই করুন না কেন, তা যদি মন থেকে ভালোবেসে খুশিমনে করতে পারেন, তবে সাফল্য আসবেই।

(১৫৫) "রাস্তায় ঘেউ ঘেউ করা সব কুকুরকে তুমি যদি ঢিল মারতে যাও তাহলে তুমি তোমার গন্তব্যেই পৌঁছাতে পারবে না"।

(১৫৬) সুখের পেছনে ছুটতে নেই।সুখ প্রজাপতির মত।ধরতে গেলে ধরা দেয়না কিন্তু চুপ করে থাকলে ঠিকই গায়ে এসে বসে।।

(১৫৭) এক ফোটা বিষ' অনেক পানি নষ্ট করতে" ছোট্ট একটা পাথর' একটা গ্লাস ভাঙ্গতে পারে" আর ছোট্ট একটা মিথ্যা কথা" পুরো Life টা নষ্ট করে দিতে পারে"

(১৫৮) অনেক জিনিস অন্যের ভাগে পড়ে যা আমার ভাগে পড়ে না , তাই নিয়ে দুঃখ করে লাভ নেই । কেননা আমার ভাগে যা পড়েছে তা অন্যের ভাগে হয়তো পড়েনি ।

(১৫৯) পাহাড়ের উপর দারিয়ে আকাশ কে যতটা কাছে মনে হয় , আকাশ ততোটা কাছে নয়. ঠিক তেমনি কোন মানুষ কে যতটা আপন মনে হয় , আসলে সে কখনো ততোটা আপন নয়.???

(১৬০) যে যেতে চায় তাকে যেতে দাও আটকিয়ে রাখার চেস্টা করো নাহ। আটকালেই সে ভাব্বে যে তাকে তোমার কোন গতি নেই, তুমি অচল। যে তোমার মুল্য বোঝে নাহ তাকে আটকে রাখার কোন দরকার নেই। AvOid Koro খুশি থাকো। Avoid করার মাঝে ও একটা মজা আছে। বিশ্বাস নাহ করলে একবার ট্রাই করেই দেখো।

(১৬১) মিথ্যাবাদির শাস্তি এই নয় যে তাকে কেউ বিশ্বাস করে না বরং সেই নিজেই কাউকে বিশ্বাস করতে পারে না।

(১৬২) জীবন হলো একটা কঠিন পরীক্ষার নাম। যে পরীক্ষায় প্রত্যেকের জন্য প্রশ্নপত্রটা ভিন্ন ভিন্ন। তাই অন্য কাউকে অন্ধভাবে নকল করতে গেলে পরীক্ষায় ফেইল করাটা স্বাভাবিক।

(১৬৩) বিপদ যত বড় হোক না কেন, তাকে চিরস্থায়ী মনে করো না ধৈর্য ধরে স্রস্টার কাছে বিপদ থেকে মুক্তির প্রার্থনা করো।

(১৬৪) “মাথা ছাড়া যেমন মানব দেহের কথা কল্পনা করা যায় না, তেমনি সবর বা ধৈর্য ছাড়া কোনো কিছুই সঠিক হয় না।”

(১৬৫) মিথ্যা বললে তা তোমার মনেই রয়ে যায়। মনকে খোঁচাতে থাকে। সত্য বলার সবচেয়ে বড় সুবিধা হলো তুমি কি বলেছো তা আর তোমার মনে রাখার প্রয়োজনীয়তা নেই।

(১৬৬) পৃথিবীতে মাত্র দুইটি গুনের সমন্বয় দেখা যায়- যোগ্যতা ও অযোগ্যতা। আর, পৃথিবীতে মানুষ ও দেখা যায় দুই রকম- যোগ্য এবং অযোগ্য

(১৬৭) জীবনে আশা করা, কারো প্রতি আস্থা রাখা ও নিজের ক্ষমতার উপর বিশ্বাস করা থামিও না। কিছু খারাপ স্মৃতির জন্য এই তিনটা থেকে বিরত থাকলে জীবনে সুখ খুঁজে পাওয়া যায় না।

(১৬৮) যে ব্যক্তি তোমার চাইতে বেশী জানে,তার নিকট থেকে জ্ঞান আহরণ কর ।আর অজ্ঞদের কিছু শেখাতে সচেষ্ট হও।

(১৬৯) "জীবনের সবচেয়ে বড় জয় হলো এমনকিছু করে দেখানো; যাসবাই ভেবেছিল তুমি কখনোইকরতে পারবেন না!"

(১৭০) শত সুন্দরের মাঝে ছোট ছোটঅসুন্দরগুলো যেমনআমাদের কাঁদায়,তেমনি শত অসুন্দরের মাঝেছোট ছোট সুন্দরগুলাইআমাদের বাঁচতে শেখায়....

(১৭১) মানুষ যখন কারো প্রশংসা করে তখনখুব কম লোকেই তা বিশ্বাস করে,কিন্তু যখন কিনা কারো বদনামকরা হয় তখন প্রায় সবাইতা বিশ্বাস করে।

কষ্টের এস এম এস ২০১৯ অবহেলার এস এম এস বন্ধুর কষ্টের এস এম এস


**আমার চোখে জল আর তোমার ঠোটে হাসি,,
তারপরও আমি তোমাকেই ভালবাসি..!!**



**আজ হলো সেই দিন,
সুখ পেলাম যত!
আজ হলো সেই দিন,
বুকে পেলাম ক্ষত!
আজকের এই দিনে,
আপন হলো পর!
আজকের এই দিনে,
ভাঙলো এই অন্তর!**


**আজ থেকে বদলে যাব,
হয়ে যাব নিষ্টুর!
করে আপন সাঁদা কাফন,
পাড়ি দেব অচিনপুর!
ভুলে গিয়ে সব কিছু,
বাঁধবো একটি ঘর!
সেই ঘরটির নাম হবে,
অন্ধকার কবর!**



**কষ্ট বুকে চেপে একলা থাকি,,
কান্নার নোনাজল অধরে মাখি,,
লাভ কি বৃথা মনে কষ্ট চেপে,,
আয় না ফিরে তুই আমারি বুকে..!!**


**কেনো হঠাৎ তুমি এলে?
কেনো নয় তবে পুরোটা জুড়ে?
আজ পেয়েও হারানো যায়না মানা,
বাঁচার মানেটা রয়ে যাবে দূরে।**



**কষ্ট মানুষ কে পরিবর্তন করে ,
কষ্ট মানুষ কে শক্তিশালি করে
আর প্রতিটি কষ্টের অভিঙ্গতাই
আমার জন্য নতুন শিক্ষা ।**


**বন্ধু তুই ভালো থাকিস!!
আমি চল্লাম আজ অনেক দুরে!!
যানিনা কোন কারনে এভাবে গেলি

আমায় একা করে!!
তাই আমিও চল্লাম সেই পথে,,
যেখান থেকে কেউ কখনো আসেনি ফিরে..!**



**প্রত্যেক ভালবাসায় দুইজন সুখী হলেও,
তৃতীয় একজন অবশ্যই কষ্ট পাবে !
এটাই হয়তো পৃথিবীর নিয়ম..!!**



**সুখ নামের ময়না পাখি..
হয়তো আর আসবেনা ফিরে
আমার এই মনের ছোট ঘরে |
দুঃখ নামের নিষ্ঠুর পাখি
আমার থাকবে সারা জনম ভরে |**



**ভালবাসা হলো এমন একটি মায়া,
তুমি যত দুরে যাবে যাবে ততই কাছে টানবে,
যত ভুলে যাবে ততই মনে পড়বে,
আর যতটুকু হাসবে তার থেকে বেশি কাঁদবে**


**কিছু কষ্টো আছে জমা এইনা মনের ঘরে ,
কিছুটা জল চোখটা বেয়ে অঝোর ধারায় ঝড়ে ।
চোখটা মুছে হঠাত আবার মিথ্যেকরে হাসি ,
হাসতে হাসতে খুঁজতে থাকি কেন ভালোবাসি ?**


**যদি কর সুখের আশা করিও না 'ভালবাসা'|
ভালবাসা অতি "কষ্ট,এতে হয় জিবন"নষ্ট,
ভালবাসার শেষ "ফল" বুকে বেথ্যা চোখে 'জল.
হায়রে ভালবাসা**


**আমি ছিড়ে ফেলেছি ডায়রীর পাতা,,
যেখানে লিখা ছিলো হাজারো স্বপ্নের কথা..
শুধু ছিড়তে পারিনি আমার মনের পাতা,,
যেখানে জমা আছে অনেক ব্যাথা..!**



**এগিয়ে গিয়েও পিছিয়ে আসি...
পেরোতে চাই না একা ...
এই পথের নাম পাবে নিজের দাম ...
তুমি একবার দিলে দেখা**


**জানি না হাঁরিয়ে গেছো কোন দূর অজানায়…
জানি না কি ভূল ছিল আমার ভাবনায়…
তাই পেয়েও হাঁরিয়েছি আজ তোমায়…**


**কেউ জীবন থেকে চলে গেলে,
জীবন থেমে থাকে না.. :
কিন্তু তার রেখে যাওয়া স্নৃতি আর স্বপ্ন গুলো
জীবন কে বিষন্ন করে তুলে...**


**ভেবে ছিলাম তুমি কতো আপন !!
ভেবেছি পাশে থাকবে সারা জীবন !!
কেন তুমি ভাঙলে এমন ??
ভাবিনি কখনো করবে এমন ...
তারপরও তুমি আমার জীবন .**




**আমি যখন তোমার নাম মাটিতে লিখলাম..
বৃষ্টিতে ভিজে গেলো..
আকাশে লিখলাম..
আকাশ মেঘে ঢেকে গেলো..
কিন্তু যখনই হৃদয়ে লিখলাম..
ঠিক তখনই তুমি আমায় ভুলে গেলে....**


**আমার নিভে যাওয়া প্রদীপ তুমি পারবে কি জ্বালাতে --
আমার ভুলে যাওয়া স্বপ্ন পারবে কি দেখাতে ---
আমার হৃদয়ের গোপন কথা তুমি পারবে কি শুনতে --
ভেঙ্গে যাওয়া জীবন আমার তুমি পারবে কি গড়তে --**


**একাকি রাজপথে নিঃসঙ্গ পথচলা
পথের অন্তরালে তুমি আর তোমার ছায়া;
নিস্তব্ধ দ্রোহের মায়াজালে শূন্যতার প্রতিশ্রুতি
তুমি অন্ধকার,চারিদিকে অন্ধকার।**


**চোখের পানিই হল সব থেকে মূল্যবান পানি,,
কারন কি জানেন??
পৃথিবীতে অনেক রকমের পানি থাকলেও
একমাত্র চোখের পানিই বুঝাতে পারে
কাউকে হারানোর কষ্ট...!!**


**জীবনের কষ্ট গুলো যদি বেঁধে রাখা যেত ,,
তবে তা যত্ন করে বেঁধে রাখাতাম ,,
কারন,কোন একসময় যদি ফিরে আসো,,,
তাহলে দেখাতাম ,,,
তুমি চলে যাওয়া তে কতটা কষ্টে ছিলাম আমি ,,**


**যদি জানতাম তোমার কষ্টের কারন হব আমি।
তোমার এক ফোটা অস্রুর কারন হব আমি।
তবে সত্যি বলছি কখনোই আসতাম না তোমার জীবনে,
শুধু দুর থেকে ভালোবাসতে যেতাম তোমায়**



**একটা আকাশ হেরে গেলো হারিয়ে তার মন..
অন্য আকাশ হটাৎ হল চাঁদের প্রিয়জন..
তবুও তার ভালবাসা চাঁদের ভালো চায়,,
নতুন আকাশ চাঁদকে যেন সুখের ছোঁয়া দেয়..!!**


**আজ না খুবএকা একা লাগছে চোখের
সামনে তুমি তবু যেন তোমাকে ছোয়া
যায় না কেন এমন হয় বলোতো !
ভালবাসা বুঝি শুধু কষ্ট দিতেই জানে!
তোমাকে ছাড়াযে আমার নিশ্বাস নিতেও কষ্ট হয়!**



**দুটি চোখের কান্নার মর্ম যদি কেউ বুঝতো।
দুঃখের পিছনেও যে সুখ আছে সেটা যদি সবাই জানতো।
ভালোবাসার মাঝে টক-ঝাল মিষ্টি এগুলো সবই আছে
কিন্তু ভালোবাসার এসব অনেকের জীবনেও মিছে।**


**তোমারি অপেক্ষায় থাকবো আমি কোন দূর অজানায়,
নিয়তির এই খেলাতে কেউতো কারো নয়
বুজি না আজ ভাবনা গুলো আজ কেন এলোমেলো হয়,
তবু যেন সবকিছু এগিয়ে যাওয়া আগের মতোই,
কোন সত্য মিথ্যে নাই সবিতো যেন বাস্তবতায় মনে হয়...**



**ফুল গুলি সব ঝরে গেছে,বাগান আজ শুন্য।
তোমায় সৃতি মনে হলে লাগে যে বিষন্ন।
হঠাৎ করে হারিয়ে গেলে অজনা এক দেশে।
কেমন করে চলে গেলে হাওয়ার সাথে মিশে?
পাখির গানে ঘুম ভাঙ্গে,তোমার ফোনে না।
প্রতিক্ষার প্রহর শেষে দেখা হল না..!!**



**আকাশ অনেক বড়....তবুও সে কাঁদে!
আর আমি?? তার তুলনায় কত্ত ছোট.?.. আমি ও কাঁদি!
কিন্তু আকাশের মত কাউকে সিক্ত করতে পারি না.
পারিনা র্বষার মত অবিরাম ঝরতে,
মেঘের মত কাউকে আগলে রাখতে,
না পারি তোমার বিরহে পাশে থাকতে!!**



**আজও কেন কাদাঁয় তোমার দেয়া স্মৃতিগুলো,
ভেংগে দেয় মন অবেলায়,
একা পরে থাকে তোমার লেখা চিটি গূলো।
শূণ্যতায় দিন যে হাড়ায়।
সে কী জানে ভাংগা মনে কেউ ত বাসেনা খুব গোপনে,
কতো যে ফাগূনে শরত্‍ ও বিকেলে ভিজে শ্রাবনে
তুমি তো এলে না ফিরে এমনে ।
তোমায় ছুয়ে ছুয়ে মেঘের আঁচল টুরে কোথাও নিয়ে যায় ।**
**কষ্ট দাও তবে এতো বেশি দিয়ো না
যা সইবার ক্ষমতা আমার নাই॥
দুঃখ দাও তবে এতো বেশি দিয়ো না
যা বইবার ক্ষমতা আমার নাই॥
আমায় এতো বেশি কাঁদাইয়ো না,

কষ্টের এস এম এস ছবি, বন্ধুর কষ্টের এস এম এস, অবহেলার এস এম এস, কাঁদানোর এস এম এস

কষ্টের এস এম এস ছবি, বন্ধুর কষ্টের এস এম এস, অবহেলার এস এম এস, কাঁদানোর এস এম এস

নষ্ট জীবনের
কষ্টের এস.এম.এস
দুঃখ ভরা এস.এম.এস

১। কান্নার জল সবাই দেখে..হৃদয়ের কষ্ট কেও দেখেনা..
পাওয়ার আনন্দ কিছু দিন থাকে..

কিন্তূ না পাওয়ার বেদনা সারাজীবন এ ও ভুলা যায়না..!!

২।,,,,যে পথে তোমারসাথে,,,,,,,,,,
রোজ হতো দেখা,,,,,,
সেই পথে আ,,,,

আমি আছি শোধুএকা ।,,,,,,,
যে মনে ছিলে তুমি,,,,,
ছিলনা আর কেউ,,,,,
সে মনে আজ শোধু,,,,,,,,

বেদনার ঢেউ ।,,,,,,
যে চোখে প্রতিরাতে,,,,,,
স্বপ্ন তুমি ছিলে,,,,,

সে দু,টি চোখ আজ,,,,,,,,
ভাসে শোধু জলে ।,,,,
যে আশা ছিল আমার



৩। জীবনে অনেক কিছু চাওয়ার থাকে,
অনেক কিছু পাওয়ার থাকে ।
কিন্তু সব কিছু পাওয়া যায় না ॥

আর যা কিছু পাওয়া যায় তার মাঝে-ইনা পাওয়ার কষ্টটাকে আড়াল করে নিতে হয় ॥
এই বাস্তবতা কে মেনে নিয়ে আজও বেঁচে আছি হাজারো কষ্টের ভিড়ে ॥

৪। তুমি বলেছিলেনা, কোন দিন আমায় ছেড়ে যাবে না।
সারা জীবন আমার পাশে রবে॥তবে আজ কেন,
ছেড়ে চলে গেলে আমাকে একা ফেলে।

কী আমার দোষ ছিল,
তোমাকে নিজের চেয়ে বেশী ভালবেসে ছিলাম বলে॥

৫। সেদিন খুব খারাপ লেগেছিল,যেদিন বলেছিলে !!
তোমার মাঝে কি প্রতিভা আসে যে তুমি আমাকে ভালবাস বে?

কথা টা মনে পর লে শুধু কস্ট লাগে!
ভাল আছ জানি ভাল থেকো।

৬। কাকে ভাসবাসার জন্য এগিয়েছিলাম যার কাছে আমি দুই চোখের বিশ মাত্র…

সত্যি বল্ছি তোমাকে খুব ভাল বেসেছিলাম,
কিন্তু এখন সত্যি আর বাসিনা

৭। রাতের শেষ প্রহরে,স্বপ্নকে হারিয়ে যেতে দেখছি ..
তাই বলে ভেবনাহারানো স্বপ্নের বিষাক্ততায়,

আমি হারিয়ে গেছি আলোয় ..
যদি কষ্টের বিষাক্ততায়চোখ ভিজে যায় জলে তবে আমায় ডেকো !!
তোমার চোখের জল মুছতে আসবো আমি ফিরে॥

৮। তুমি ভূল করেও, ভূল করোনি,
তাই আমি অপরাধী।তুমি পথ দেখিয়েও,

পাশে হাটনি,তাই এখন আমি একলা হাটি।

৯। তুমি যেদিন আমার কাছে ফিরে আসতে চাইবে
সেদিন দেখবে কালের স্রোতে হারিয়ে গেছি আমি দেখবে

তুমি একাইবসে আছো রাতের ওইনীল আকাশের নিচে.....
আর আমি...আমি সেই নীল আকাশের ছোট্ট একটি তারা হয়ে তোমার পানে চেয়ে থাকবো..

আর তখনই তুমি বুঝবেযে ভালোবাসার মানুষ হারিয়ে গেলে কতটা কষ্টপেতে হয়॥


১০। একা পথ চলতে চলতে অভ্যাসহয়ে গেছে,
তাই হয়ত আজ আর আমি পথ ভুলকরি না …

তোমাকে না দেখে থাকাও অভ্যাস হয়ে গেছে,
এজন্যে হয়ত আজকাল ব্যস্ততারমাঝে আরতোমাকে মনেও পরে না …

কষ্ট পেতে পেতে কষ্ট গুলোকেই জীবনের সঙ্গী করে নেওয়ার অভ্যাস হয়ে গেছে,

তাই হয়ত আজ আর আমি কষ্ট পাই না।


নষ্ট জীবনের
কষ্টের এস.এম.এস
কষ্টের এস এম এস ছবি, বন্ধুর কষ্টের এস এম এস, অবহেলার এস এম এস, কাঁদানোর এস এম এস

১। সারকেলে আগের মত মজা নেই,
যারযার প্রেমিকা প্রেমিককে নিয়ে বিজি,
শুধুআমি একা ইজি আমার মতযারা ইজি আছো,

তারা এস এম এস টা সাউট কর দেখি. কে ইজি.

২। গোলাপ যদি সুন্দরহয়,গাছে এতো কাটা কেন?
মণি যদি মুল্যবান হয়,বিশাক্ত_সাপেরমাথায় কেন?

ভালবাসা যদি সর্গহয়,তাহলে এতো কষ্ট কেন??

৩। কারো সাথে অভিমান করতে হলে তাঁর উপর মিনিমাম একটা অধিকার থাকা লাগে।
না হলে সে কখনোই তোমার অভিমান ভাঙ্গাতে আসবে না।

কিন্তু আমি সেটা ভুলে গেছিলাম।ভুলে গেছিলাম দুই দিনের কথা বলায় কারো উপর কুনো অধিকার তৈরী হয় না।

যেটা তৈরী হয় সেটা শুধু মাত্র একটা মানুসত্ত ছাড়া আর কিছুই না।

৪। কষ্টে তো কষ্টই থাকে।কিনতু সেই কষ্টে অন্য কিছুর ছোঁয় মনে হয়,

যখন ভালোবাসার মানুষটি কষ্ট দেয়।আবার,সকল কষ্টকেই তুচ্ছ মনে হয়,

যখন সেই কষ্ট দেবার মনুষটিই ভালোবেসে জন বলে ডাকে।

৫।তোমাকে মনে পড়ে না এমনকোনো মুহূর্ত নেই।
আরবৃষ্টি হলে তো মনকে ধরেইরাখতে পারি না।

মনেরজমানো সব ব্যাথা বৃষ্টির ফোঁটারসাথে চোখদিয়ে বেরিয়ে আসতে চায়।
আজ ও বৃষ্টি হচ্ছে।বৃষ্টির সাথে কেমনযেনো একটা গভীর সম্পর্ক তৈরী ফেলছি নিজের অজান্তেই।
তাই তো বৃষ্টির জলেরসাথে মিশে একাকারহয়ে গেলো।

৬। পাথর চাপা কষ্ট বুকে,, কষ্টেরকথা বলি কাকে??
যারকারনে নিস্ব হলাম,,সেইতো আছে বেশ সুখে,,
আর আমারকথা ভুলেই গেছে..!!

৭। তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে’’কিন্তু তুমি কাঁদলে কেউ তোমারসাথে কাঁদবেনা

’’মানুষকে কাঁদতে হয় একা একা..!!

৮। √ছাগল যেদিন ডিম পারবে ।√মোরগ যেদিন বাচ্চা দিবে ।√ইদুর যেদিন বিড়ালেরসাথে প্রেম করবে ।

√কুকুরের লেজ যেদিনসোজা হবে ।সেদিন মেয়েরা ভালহবে ।তা না হলে মেয়েরা ভালহবে না।কি বলেন????ঠিককিনা?????"

৯। আমি যখন তোমার নামমাটিতে লিখলাম ,,বৃষ্টিতে ভিজে গেলো .....আকাশে লিখলাম ,, আকাশমেঘে ঢেকে গেলো .....

কিন্তু যখনইহৃদয়ে লিখলাম ,, ঠিক তখনইতুমি আমায় ভুলে গেলে...

১০। কষ্টে ভরা জীবন আমার,, দুঃখ ভরা মন,, মনের সাথে যুদ্ধ করে আছি সারাক্ষন..

তারার সাথে থাকি আমি,, চাঁদের পাশাপাশি,, আজব এক ছেলে আমি দুঃখ পেলেও হাসি।

কষ্টের এস এম এস ছবি, বন্ধুর কষ্টের এস এম এস, অবহেলার এস এম এস, কাঁদানোর এস এম এস

নষ্ট জীবনের
কষ্টের এস.এম.এস
দুঃখ ভরা এস এম এস

১। জানিনা আর কতদিন নীরবে,সবার অগোচরে চোখের জল ফেলতে হবে।

জানিনা আর কতটা জল চোখ দিয়ে পড়লে বিশ্বাস করবে কতোটা ভালোবাসি তোমায়?

শুধু একটা কথাই বলবো যতদিন বাঁচবো ততদিন আমার বুকের বাম পাশের একটা অংশেরও রাজকুমারি হয়ে থাকবে তুমি।

হয়তো আমায় ভুলে গেছো,না হয় কুনোদিন আমাকে মনেই রাখোনি।কিন্তু কখনো তোমায় আমি পাইয়নি ।

২। মানুষের মন।সত্যি আজ দু চোখের জল দিয়ে সেটা বিশ্বাস করতে হচ্ছে।

৩। ঐ বিশাল আকাশের কষ্টকি মানুষেরচেয়েও বেশি?ইচ্ছে হলেই তো আকাশ তারজমে থাকা কষ্ট গুলো বৃষ্টি হয়ে ঝরিয়ে দিতে পারে।

কিন্তু মানুষ?কিছু মানুষআছে যারা জমে থাকা কষ্টগুলোঅশ্রুহয়ে ঝরিয়ে দিতে পারে না।বুকের ভেতর কষ্টগুলো জমাট বেঁধে থাকে।

আর সেই কষ্টগুলো ধারনকরার ক্ষমতাওই বিশাল আকাশেরও

৪। আমার প্রতিটা এস এম এস এ হয়তো তুমি রাগানিত হউ। কিন্তু কি করবো বলো,তোমার ফোনটা ও বন্দ।

ভালোবাসা বহনের আর কুনো বাহন আমার জানা নেই।আর কখনোই এস এম এস করবো না তোমাকে।কখনোই অধির অপেক্ষা নিয়ে বসে থাকব না

তুমার একটা ফোন কলের আশায়।কখনোই আর বলা হবে না,সব ভুল আমার ছিলো। ক্ষমা করে দিয়ে ফিরে আসো,ফিরে

৫। তোমাকে মনে পড়ে না এমন কুনো মুহূর্ত নেই।আর বৃষ্টি হলে তো মনকে ধরেই রাখতে পারি না।

মনের জমানো সব ব্যাথা বৃষ্টির ফোঁটার সাথে চোখ দিয়ে বেরিয়ে আসতে চায়।

আজ ও বৃষ্টি হচ্ছে।বৃষ্টির সাথে কেমন যেনো একটা গভীর সম্পর্ক তৈরী ফেলছি নিজের অজান্তেই।তাই তো বৃষ্টির জলের সাথে মিশে একাকার হয়ে গেলো আমার চোখের বৃষ্টি

৬। চুপি চুপি বলি তোমায় প্রিয়তমা .... আমায় ছেড়ে যেন ধুরে যেওনা ...

আচ তুমি আমার হৃদয়ের একদম গহীন বনে ....তোমায় ছাড়া আমি বাচতে পারবনা এই ভুবনে।

৭। পাষান পৃথিবীর পাষান মানুষ ,স্বার্থের বিনিময়ে সবাই বেহুশ,

ধুরে গেলে অভিমান কাছে এলে অভিনয়,মানুষ যে নিষ্টুর এটাই তার পরিচয়

৮। কষ্টে ভরা জীবন আমার,, দুঃখ ভরা মন,, মনের সাথে যুদ্ধ করে আছি সারাক্ষন..

তারার সাথে থাকি আমি,, চাঁদের পাশাপাশি,, আজব এক ছেলে আমি দুঃখ পেলেও হাসি..!!

৯। বসে আছি একা,ভাবছি তোমায় নিয়ে|
ভাবতে ভাবতে হঠাৎ চোখে এল জল|তুমি জান আমার এ চোখের জল আনন্দের নয় অনেক কষ্টের|

আর এ কষ্টের কারন হল তুমি.কেন দিলে আমাকে এত কষ্ট.

আমি তো তোমাকে দেই নি,তবে তুমি কেন| ভাল থাক অনেক সুখে থাক আমি দেয়া করি|

১০। একটা সময় হারিয়ে যায়,অনেক সময়ের মাঝে....
একটা সম্পর্ক হারিয়ে যায় একটা কথার ভুলে....

একটা মন ভেঙ্গে যায় ছোট্ট অপমানে!!....
একটা জীবন শেষ হয়ে যায় একটু অভিমানে....

নষ্ট জীবনের
কষ্টের এস.এম.এস
দুঃখ ভরা এস এম এস
কষ্টের এস এম এস ছবি, বন্ধুর কষ্টের এস এম এস, অবহেলার এস এম এস, কাঁদানোর এস এম এস


১। যে মানুষ হাজার কষ্টের মাঝেওতার প্রিয় মানুষ টিকে মনে রাখে

সে সত্যিকার অর্থে ঐ প্রিয় মানুষটিকে ভালবাসেসে তাকে কখনো ভুলতে পারে না

২। সৃষ্টি হবে অন্যরকম গল্প আজ,, আলোর নিচে সাজাবো আমি,, অন্ধকারের সাজ.. দেখে আবার আসেনা যেনো,,

তোমার চোখের পানি.. হটাত্‍ করে দেখবে তুমি,, হারিয়ে গেছি আমি..!!

৩। পথিবীর সব সুখ তখনি নিজের বলে মনে হয়|যখন ভালবাসার মানুষটি ভালবেসে পাশে থাকে|

আর তখনি নিজেকে ভাগ্যবান বলে মনে হয়, যখন ভালবাসার মানুষটি কথা দিয়ে কথা রাখে|বিশ্বাস দিয়ে বিশ্বাস দিয়ে বিশ্বাস রাখে|

৪। যেদিন আমি হারিয়ে যাবো,, সেদিন তুমি বুঝবে.. হাজার লোকের ভিড়ে সেদিন,, আমায় তুমি খুজবে..

সেদিন তুমি পাবেনা আর এই আমাকে,, পাবে শুধু ফেলে আসা স্মৃতিগুলোকে,,

কষ্ট হয়ত তোমার বুকে আচড় কেটে যাবে.. কদিন গেলেই তুমি আবার নতুন সাথি পাবে..!!

৫। আকাশ ভরা দুঃখ আমার,, সাগর ভরা ঢেউ.. এত কষ্ট আমার বুকে,, দেখে নাতো কেউ..

দুঃখ দিয়ে স্বপ্ন বুনি,, কষ্ট দিয়ে আকি.. স্বপ্ন আমার ভেঙ্গে যায়,, আমি চেয়ে থাকি..!!

৬। আমি এমন এক জনকে চাই,, যে আমাকে বুঝবে,, একটু চোখের আড়াল হলে,, পাগলের মত খুজবে,,

ভালবেসে বারবার আমার কাছে আসবে,, আর দুরে গেলে অঝর নয়নে কাঁদবে..!!

৭। আমি অভিমান করি,, তুমি আমার কষ্ট বুঝবে বলে.. আমি দুরে খাকি,, তুমি আমাকে মিস করবে বলে,,

অল্পতে রাগ করি,, রাগ ভাঙ্গাবে বলে.. তাই বলে ভুলে যাবে এটা কখনো ভাবিনি..!!

৮। জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক না,,

কারন অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায়..!!

৯। যারা খুব কাঁদতে পার,, তাদের সবচেয়ে বড় লাভ হচ্ছে তাদের মনে কষ্ট তেমন জমে না..

অথচ যারা মন খুলে কাঁদতে পারে না,, তাদের মনটা হল,, "কষ্টের আকাশ"

১০। রং বদলে গেছে আমার মনের ও,, ভয় নেই অনেক দুরে চলে গেছি..

শুনলাম তুমি এখন অন্যের মনের ময়না পাখি.. আর আমি এখনো সেই অজানা বালুচরের চোখের বালি..!!

বাংলা কষ্টের sms বিরহের এস এম এস sad love sms in bangla - Love sms in Bangla



(১) নিরবে ভিজে যায় চোখের পাতা,কষ্টের আঘাতে বেড়ে যায় বুকের ব্যথা,জানিনা এই ভাবে কাটাতে হবে কতদিন,আমার এই জীবনে কি আসবে না সূখের দিন

(২) কিছু কিছু কথা আছে বলতে পারিনা"এমন কিছু কষ্ট আছে সইতে পারিনা.এমন কিছু ফুল আছে তুলতে পারিনা.আর এমন1ta মনের মানুষ আছে ভূলতে পারিনা

(৩) এক বিন্দু জল যদি চোখ দিয়ে পড়ে,, সেই জলের ফোটা সুধু তোমার কথা বলে.. মনের কথা বুঝনা তুমি মুখে বলি তাই,, শত আঘাতের পরেও তোমায় ভালবেসে যাই..!!

(৪) মানুষ জীবনে ৬ বার হেরে যায়।(1)টাকার কাছে।(2)ভালবাসার কাছে।(3)সময়ের কাছে।(4)বিবেকের কাছে।(5)বন্ধুত্বের কাছে।(6)অবশেষে মরণের কাছে।

(৫) কাঁদবে কি তখন ? চির নিদ্রায় ঘুমাবো যখন.. মনে রাখবে কি তখন ? না ফেরার দেশে চলে যাবো যখন.. ।ডাকবে কি তখন ?? তোমার ডাকে সাড়া দিবনা যখন..।

(৬) অন্ধ ভালবাসার গন্ধ বেশি, নকল ভালবাসার সুবাস বেশি, সত্য প্রেমে রাগারাগি»নকল প্রেমে হাসাহাসি, বুঝবে যেদিন খুজবে তাকে অবহেলা হারালে যাকে।

(৭) আমার যদি একটা পৃথিবী থাকত তাহলে সেখানে যেয়ে চিৎকার করে কাঁদতাম, কেন যানো? তুমার দেওয়া স্মৃতি এত যন্রনা দেয় আমাকে যা সহিবার মত শক্তিআমার মাঝে নেই।

(৮) সপ্ন ভরা জীবনে দুঃখ যখন আসে,সবাই তখন পর হয়ে যায় থাকেনা আর পাশে।কষ্ট যখন মনের মাঝে দিয়ে যায় ব্যথা, সবাই তখন ভুলে যায় সম্পর্কের কথা।

(৯) আসবি তুই কবে ? পাগলি তুই ফিরে।যদি কখনো আসিস ফিরে, রাখব তোকে অনেক সুখে। তুই সুখে থাকবি, আর আমায় ভালোবাসবি।পাগলি_তুই_ফিরে_আয়।

(১০) কিছু কথা ভাবতে ভাবতে চোখে এল জল, জলকে বলিলাম তুই হঠাৎ কেন বাইরে এলি বল?জল বললো চোখটি তোমার সুখের নীড়,কি করে সইবো বলো এত দুঃখের ভীড়।

(১১) সত্যি কি তুমি আমাকে ভালোবাসো, না কি এটা শুধুই ভালোবাসা নামক অভিনয়। যদি তাই হয় তাহলে আমাকে আর জরিয় না তোমার জীবন নামক গোল চক্রে।যতই জটিল হবে তোমার অভিনয় ততই কষ্ট বাড়বে আমার।হয়ত কোন একদিন ক্ষমা করে দিব আমি তোমাকে, কিন্তু তুমি কি পারবে নিজেকে ক্ষমা করতে।হয়ত পারবে না, তাই বলছি ভালোবাসার নামে অভিনয় করো না।তুমি কি আজো অভিনয় করছ ?

(১২) ছায়া হয়ে থাকবে তুমি এ মনের আঙ্গিনায়।আর ভালোবাসবে আমায় তোমার চোখের অদ্ভুত মায়ায়।যদি ভালোবাসো আমায়,আমার এ হৃদয়টা দিয়ে দিব তোমায়। আমার হৃদয়টা রেখ যতনে, অতঃপর তোমায় নিয়ে হারিয়ে যার পূর্ণ চাদানী রাতের লগ্নে।...........!!!!!!

(১৩) আমার হৃদয় গহীনে তোমায় পেয়েছি কি সাধনে তুমি আমার কত যে আপন, বুঝাবো তা কেমনে।এই জীবনে হারাবার নেইতো কিছু আর, হারালো এই মন তোমাতে সুখের ঠিকানা নেই অজানা তুমি রয়েছো এ সাথে তুমি এলে রাঙালে মন দুচোখে জ্বেলে দিলে রঙিন স্বপন আড়ালে…হারালো যত বিস্বাদের ক্ষণ।

(১৪) হেমন্তে পাওয়া প্রেম তুমি,বলেছিলে কোন এক দিন রয়ে যাবে মোর মনের গহীনে।চিরকাল ভালোবেসে মোরে মাতাবে হেমন্তগন্ধে।মনের হেমন্তে বেঁচে থাকার সরণিতে এক ফোঁটা ভালোবাসা দিও মোরে।সেই ভালোবাসা দিয়ে হেমন্তের নিশিতে সাজিয়ে তোমারে আনব আপন আলয়ে।

(১৫) কালের খেয়ায় স্বপ্ন দিচ্ছে পারি দুঃখের নীল অস্তরাগে।তোমায় ভালোবেসে কন্ঠস্বর বেদনার ঝড় হয়ে আসে।অবিশ্বাসের মেঘে মোর কান্নাভেজা মুখ খানি ভাসে।মোর জীবন যেন বিদায় নেয় তোমার মৃত্যুর আগে।

(১৬) আমি আছি শেষের পথে আর তুমি সূচনায়, শেষের পথে দাঁড়িয়ে ভালোবাসি আমি শুধুই তোমায়।ভালো তোমায় বেসে একদিন যাব আধারে মিলিয়ে, আসব না আর আলোর পৃথিবীতে।তুমি থেকো অনেক সুখে।তুমি সুখে থাকলে আধারে মিলবে আলোর সন্ধান, এটাই হবে তোমার ভালাবাসার প্রতিদান।

(১৭) ফুলকুমারী তোমার পদ্ম আখির মায়ায় পরেছি।চন্দ্রকিরন রাতে মোর চিেওর গহীনে তোমার প্রতিকৃতি দেখে তোমায় ভালোবেসেছি।অবিনাশী কাল নিঃশঙ্ক চিেও তোমায় পাবার আশায় প্রহর গুনছি।ও নীলকন্ঠী তুমি ভালোবাসলে মোরে ঝরবে না নেএনীর।অন্তর্জ্বালা যাবে মুছে হিমান্তের নিশিতে।অতঃপর মোর জীবন নতুন ময়ূখ দেখবে।কলকন্ঠ পাখিরা নিশিদিন আমাদের খোঁজে যাবে।

(১৮) আমি আগ্নেয় গিরির মতো জ্বলে উঠতে পারি, গলেও যেতে পারি মমের মতো।নির্বিঘ্নে আমি হাসতে পারি, থাকে যদি বুকে হাজারও ক্ষত।আমি হতেও পারি কারো মনের মানুষ, হতেও পারি কারো প্রিয়জন।আমি পারি যতটা নির্মম হতে, হতে পারি ঠিক ততটাই দরদী।আমি সারাটা জীবন তোমাকে, আগলে রাখতে পারি এ বুকে, নির্মম হয়ে তেমনি করে, ভুলেও যেতে পারি তোমাকে।

(১৯) পাগলি তুই ফিরে আয়, আজো আছি তোর অপেক্ষায়।নিরবে দাঁড়িয়ে ঐ দূরে খোঁজে ফিরি শুধুই তোকে।দিশাহারা আজ এই মাতালহাওয়া, বইছে মোর বুকে।তবু তোর জন্য এ হৃদয়, অষ্টপ্রদীপ জ্বেলে রেখেছে।ফিরে তুই না এলে, অষ্টপ্রদীপ যে যাবে নিভে।

(২০) যখন নিরবে দূরে দাঁড়াও এসে,যেখানে পথ বেঁকেছে, তোমায় ছোঁতে চাওয়ার মূহুর্তরা।কে জানে, কি আবেশে দিশাহারা।আজ আমিও ছুটে যাই সেই গভীরে,আমিও ধেয়ে যাই কিনিবিঢ়ে। তুমি কি মরিচিকা,না ধ্রুবতারা তোমায় ছোঁতে চাওয়ার মূহুর্তরা।কে জানে, কি আবেশে দিশাহারা...নাকি শুধুই মরিচিকা_______??

(২১) মিথ্যে অভিনয় আর কত??? এ বার বদলে ফেলো নিজেকে।আজ পরাজয় মেনে নিয়ে বলছি আমি,জয়ের নিশান কিন্তু আমিই পেয়েছি কারন, মিথ্যে হলেও তো বলেছিলে তুমি ভালোবাসতে মোরে পৃথিবীর সবচেয়ে বেশী।

(২২) কে আমি??? কতটুকু জানো আমায়???কতটুকু জানলে বলা যায়,তুমি সবটুকু জেনেছ আমায়।মুখোশ পরে এক আমি আবার মুখোশের আড়ালে অন্য আমি।তোমার অজানা হাজারও আমির ভিতরে আজ লুকিয়ে আছি আমি,শুধুই আমি।তোমার কল্পমায়ায় এক আমি আর আমার বাস্তবতায় আরেক আমি।তাই বলছি আজ হাজারও আমির গভীরে হারিয়ে গেছি আমি।আর কখনো খুঁজে পাবে না তুমি।

(২৩) একফোটা চোখের জল ঝরার চেয়ে এক ফোটা রক্ত ঝরা অনেক ভালো।কারন,এক ফোটা রক্ত বের হতে হালকা ব্যথা লাগে আর এক ফোটা চোখের জল পুরো হৃদয় ছিড়ে বের হয়।

(২৪) প্রতিটা দিন প্রতিটা রাত কষ্টের জলে ভাসি আমি, তবুও এ হৃদয় প্রতিটা মূহুর্তে জানতে চায় কেমন আছো তুমি।হয়ত ভালো আছো,আর হয়ত বলছি কেন ভালোই তো আছো তুমি।মোরে ভুলে সুখ সমুদ্রে ডুবে আছো তুমি।মোরে যদি থাকবেই ভুলে তবে ভালো কেন বেসেছিলে, আর ভালোই যদি বেসে থাকো তবে মোরে ভুলে গেলে কেমন করে।আমি তো ভুলতে পারিনি তোমাকে, তোমার স্মৃতি গুলোকে।

(২৫) তুমি তো আমার অহর্নিশ ভালবাসা ছিলে, তোমার কাছে আমি দূর আকাশের তারা চাইনি, চাঁদ চাইনি; চাইনি আকাশের নীলটুকু।আমি জানি, তুমি তা আনতে পারবেনা।চাইনি কোন দামী গিফ্ট কারন প্রয়োজন ছিলনা আমার ওসবের।চেয়েছিলাম তোমার একটু ভালবাসা যা তোমার অবহেলার চাইতে অনেক কম।আমি তুষ্ট হতাম অতো টুকুতেই কিন্তুু তুমি বুঝতে পারোনি আমাকে কারন মন থেকে অ্যাকসেপ্ট করোনি কখনও এই আমাকে।

(২৬) এক চোখ কখনো আরেক চোখকে দেখেনা তবুও এক চোখের কিছু হলে আরেক চোখে অশ্রু না ঝড়িয়ে পারে না।

(২৭) সাঁঝের বেলায় বসে আছি বৃষ্টির অপেক্ষায়।মেঘ করেছে বৃষ্টি হবে এটাই আশা,আর এরই মধ্যে বেঁচে আছে কিছু ভালোবাসা।তাই শুধুই বসে বসে অপেক্ষা করা।

(২৮) আনন্দ = f(x,y,z) x = কষ্ট,y = দুঃখ,z = বেদনা দুঃখ = বেদনা আবার, বেদনা = কষ্টতাহলে, দুঃখ = কষ্ট = বেদনা অতএব আনন্দ - f(x,y,z) = 0

(২৯) মাঝেমাঝে মনে হয় যদি তোমাকে দেখাতে পারতাম কতটা ভালোবাসি তোমকে। যেদিকে তাকাই শুধু তোমার স্মৃতি,মনে পরে যায় ভালোবেসে ছিলাম কতটা শুধু তোমাকে। আধাঁরে ঘেরা আমার এই পৃথিবী আলো দিয়ে ভরিয়ে দিলে তুমি। আমার এক নতুন জীবনের সূচনা করলে। তখন মনে হতো সময়ের কাটা যদি থামিয়ে দিতে পারতাম তবে হয়ত সারা জীবন এমনই সুখ থাকতে পারতাম।.....

(৩০) অসহ্য যন্ত্রণা হচ্ছে,,, আমার চোখের দিকে তাকিয়ে দেখ...? যন্ত্রণা গুলো কেমন মুক্ত ভাবে ঝরে পরছে। আমি কাঁদছি - তুমি এটাই ভাবছো তো,,,? না, না, আমি কাঁদছিনা; কাঁদলে নোনা জল বের হতো। আমার চোখে যে বর্ষণ তুমি দেখছ, তার স্বাদ নোনা নয়; তিক্ততা। আর বর্ণহীনও নয়; একটু নীলাভ। যন্ত্রণা গুলো আমার মাঝে আর থাকতে চায় না। এ গুলো তো তোমারই দেওয়া,,, তাই তোমার কাছেই ফিরে যেতে চায় !!! পারবে কি এ গুলো গ্রহন করতে,,,??? প্রশ্নটা তোমার কাছে,,, উত্তরটা না হয় তোমারই কাছে থাকুক।

(৩১) সুখের আকাশটা আজ,রাতের মতো কালো। সাজানো স্বপ্ন গুলো হয়ে গেছে এলোমেলো।

(৩২) একদিন আমি আমার পথে হাঁটছিলাম, হঠাৎ তুমি এলে, আর হাঁত ধরে,: অচেনা পথে নিয়ে গেলে, তোমায় বিশ্বাস করে ছিলাম, কিন্তু , জানতাম না, মাঝ পথে একা ফেলে চলে যাবে। # Don't_tRy_plAy_wiTh_mE

(৩৩) তোমার সুখের জন্য....যদি তোমাকে ভুলে যেতে হয়, তাহলে আমি ভুলে যেতে রাজি আছি । ভুলতে হয়তো কোনদিনও পারবো না তবে ভুলে থাকার অভিনয় করতে পারবো..... # without_yoU_eVerYDay_iS_A_RaiNy_daY .

(৩৪) অন্য কারো হাতে তোমার সুখ আমানত দিও না, কারন সে হারিয়ে গেলে তোমার সুখকে আর তুমি খুজে পাবে না....!!!

(৩৫) দিনের সূর্য অস্তমিত হয়ে উদিত হয় রাতের চাঁদের যার আলো থাকলেও এর বিন্দু পরিমাণ আলোকপাত নেই রাতের কোন এক প্রহরীর উপর।হয়তো সে মনের মধ্যে রাতের নিঃশব্দতার রেখাপাত ঘটিয়ে নিরীহ অন্ধকারের মধ্যমনি হয়ে আছে।আলোর কোলাহল ছেরে সে আঁকড়ে ধরেছে নিমজ্জিত হওয়া কোন এক মুহুরতকে যা তাকে দুরে রেখেছে সেই সুপ্রসন্ন কোলাহল থেকে।

(৩৬) না চাইতে যা পাওয়া যায়,তা সব সময় মূল্যহীন।তেমনি করে আমিও তোমার জীবনে মূল্যহীন।কারন,তুমি তো চাওনি আমাকে।কিন্তু আমি চেয়েছি তোমাকে।আমার জীবনঅাত্মার গভীর প্রেম হয়তো তোমাকে পাওয়ার বাসনা করে ছিলো।তাই তুমি কখনো আমার জীবনে মূল্যহীন নও।

(৩৭) আমি থাকবো তোমার অপেক্ষায় গুচ্ছপাতার মতো বুনন করে, কথামালা উপহার দেব বলে। সন্ধ্যা প্রদীপের আলোর মতো, মিষ্টি আলো তোমার মনে ছড়াবো বলে। আমি থাকবো তোমার অপেক্ষায়, যেখানে তুমি তোমার শেষ কবিতার শিরোনাম রচনা করেছিলে। প্রকৃতির আদল অঙ্গে মেখে, তোমার জন্য অতি সাধের সাজ- সজ্জায় এই গোধূলি বেলায়, একটু উচ্চ ভালবাসা দেবার একাগ্রতায় ঠিক সেখানটায়, আমি থাকবো তোমার অপেক্ষায়। আসবে কি তুমি, আমার ভালবাসা দুহাত ভরে নেয়ার আশায়।

(৩৮) সৃষ্টি হবে অন্যরকম গল্প আজ, আলোর নিচে সাজাবো আমি, অন্ধকারের সাজ দেখে আবার আসেনা যেনো, তোমার চোখের পানি। হটাৎ করে দেখবে তুমি, হারিয়ে গেছি আমি।

(৩৯) কাউকে ভালোবাসলে বেশি কাছে যাবার চেষ্টা করতে নাই।তাতে করে কাছে যাবার আকুতি দেখে সে হয়তো দূরে চলে যেতে পারে ।কেননা মানুষ সোজা পথের চেয়ে বাকা পথে হাটতে আনন্দ পায় বেশি।কিন্তু সব কিছু হারিয়ে সোজা পথেই আসতে হয়।সেই সময়ে নতুন করে ভালোবাসার ইচ্ছা টা আর থাকে না।

(৪০) বাঁধিনি হৃদয় পিঞ্জরে রেখেছি মুক্ত করে।যাবি যদি দূরেই পাখি, যা রে উড়ে করবোনা মানা তোরে..।

(৪১) আকাশের ঐ মিটিমিটি তাঁরার সাথে কইবো কথা নাইবা তুমি এলে।তোমার স্মৃতির পরশ ভরা অশ্রু দিয়ে গাঁথবো মালা নাইবা তুমি এলে...।

(৪২) বেদনা মধুর হয়ে যায়, যদি তুমি দাও.......।মুখের কথাই হয় যে গান, যদি তুমি গাও.......!

(৪৩) অবুঝ বালিকা,ফেইজবুকে তোমার সাথে প্রথম পরিচয় থেকে কেমন যেন একটা ভাল লাগা কাজ করে। এর পর একে একে কেমন করে যেন তোমার উপর একটা নির্ভরশীল হয়ে পরলাম।সকাল থেকে রাত পর্যন্ত ফেইজবুকে কথা বলা কখন কোথায় কী হল সবই যেন তোমাকে জানাতে হবে।তুমি কী বুঝ আমার জীবনে তুমি কতটা গুরুত্বপূর্ণ।তোমার নামটাও কখনো জানা হয়নি।জানতে চাইও না।আমি শুধু তোমাকে চাই।

(৪৪) শপনো ছিলো রাশি রাশি মিত্যা ভালোবাসা। তাইতো জানি তোমার জন্য চোখের জলে বাসা এতো ভালোবাসি তোরে বাসলিনা কেন বল।

(৪৫) বাড়িয়ে দাও তোমার হাত আমি তোমার হাতটা ধোরতে চাই & বাড়িয়ে দাও তোমার হাত তোমার হাতটি ধরে হাটতে চাই ।

(৪৬) হয়তো তুমি ও বাসবে ভালো, কিন্ত আমি থাকবো না শান্ত হয়ে ঘুমিয়ে যাবো, আর কোনদিন জাগবো না ভালোবাসার অজুহাতে, তোমায় কাছে ডাকবো না আর কোনোদিন তোমার পথে, দাঁডিয়ে আমি থাকবো না।

(৪৭) জানিনা কিভাবে তোমার দেখা পাবো , জানিনা কিভাবে তোমাকে কাছে পাবো , জানিনা কতটা আপন ভাবো তুমি আমায় । শুধু জানি এই অবুজ মনটা অনেক মিস করে তোমায়।

(৪৮) মানছি আমার ভুল হয়েছিল , তোমায় মুখ ফুটে কখোনোও ভালবাসার কথা বলতে পারিনি, তবে দোষ তো তোমারও কম ছিল না, একবারও আমার চোখের ভাষা পড়ার চেষ্টাও করোনি , নিরবতাকে না বুঝে ভেবেছো কখনও তোমায় ভালবাসিনি !!!

(৪৯) বৃষ্টিকে যদি ভালোবাসতাম হয়তো এতো জল উপহার পেতাম না, যত জল পেয়েছি তোমাকে ভালোবেসে। বুঝতে পারিনি, এত বেশি মেঘ ছিল তোমার আকাশে। সত্যিই বড় বোকা ছিলাম, আর আজও বোকাই রয়ে গেছি।

বাংলা কষ্টের SMS

(৫০) আমি হয়তোবা তোর জন্য হাত কাটতে পারিনি,বাড়ি ছাড়তে পারিনি,কিন্তু আমি তোর জন্য প্রতিটা রাত,দিন চোখের জল ফেলতে পেরেছি।ভালবাসার যন্ত্রনা যে এতটা ভারী সেটা বুঝতে পারি নির্ঘুম রাতে।যখন একাকি জেগে থাকি। যে তুই আমাকে এতো ভালোবাসতি,আর সেই তুই আজ নিজেকে আড়ালকরে নিলি।সত্যি আমার এগুলো লেখতে খুব কষ্ট হচ্ছেরে,চোখের জলে সব ভিজে যাচ্ছে,।তোকে যে খুব ভালবাসিরে ।।

(৫১) বদলে গেছে অনেক কিছু, কিন্তু আমি আছি সেই আগেরই মতো। একটু কমেনি তোমার প্রতি আমার ভালোবাসা । সারা জীবন ভালোবেসে যাবো তোমায়।আমার পৃথিবীর বিরাট প্রান্তর তুমি। আমার কথা কি একটুও মনে পড়েনা তোমার ? জানি তোমারও মনে পড়ে । তবে কেনো থাকো দুরে।আগের মত কেউ আর কোন কাজে এখন জোড় করেনা । কারো মেসেজ দেখার জন্য এখন আর ভোরে ঘুম ভাংগে না।কেটে যায় দিন এখন একাকি । হারিয়ে ফেলেছি তোমাকে, তার থেকে বেশি হারিয়ে ফেলেছি নিজেকে।অনুভূতি গুলো শেয়ার করার মতো কেউ নেই।তোমার হাসিটা দেখবো বলে আজও আশায় আছি । এখোনো তোমার ফিরে আশার দিন গুনি,, যদি কখোনোও তুমি ফিরে অাসো ।

(৫২) জীবনটা অনেক অদ্ভুত।কিছু সুখ , কিছু দুঃখ, কিছু ভালবাসা এ নিয়েই জীবন ।তারপরেও কিছু কিছু মানুষ আছে তারা সবার থেকে অনেক ভীন্ন। তারা সবার সামনে খুব ভালো থাকে , কষ্ট গুলো কাউকে বুঝতে দেয় না ।তার পাশের অনেকেই ভাবে সে হয় তো খুব সুখী ।কিন্তু সে মানুষটি যে নিরবে কাঁদে তখন সে দুঃখ দেখার বা বোঝার মতো কেউ থাকে না । অাসলে সব কষ্ট সবাইকে দেখানো যায় না কিছু কিছু কষ্ট মনের মধ্যে লুকিয়ে থাকে । সেগুলো হয়তো তার একান্ত আপন মানুষটিও সারাজীবন পাশে থেকে বুঝতে পারে না ।

(৫৩) মিতু আজ অনেক বদলে গেছি আমি । সত্যি বলছি এখন আর তোমাকে ভালবাসিনা, তোমাকে ভেবে মিছে মিছি আর কাঁদিনা। তুমিই যখন আমাকে ভালোবাসোনা তখন কেনো তোমার জন্য অশ্রু ঝড়াবো দুনয়ন হতে। সত্যি বলছি ভালবাসবো এখন শুধু আমাকে, যতো কবিতা লিখেছিলাম তোমার জন্য সব ছিড়ে ফেলেছি ডায়রীর পাতা হতে। এখন তোমার জন্য রাত জেগে আর কবিতা লিখিনা, এখন আমি রাত জাগি কষ্ট ভোলার সুত্র নিয়ে। ভালবাসার দাবি নিয়ে কখোনোও ছুটবোনা আর তোমার পিছু ধরে। শুধু দোয়া করো তোমাকে যেনো ভুলে থাকতে পারি ।

(৫৪) যতো ভালবাসা পেয়েছি তোমার কাছ থেকে ; দুষ্টু এই মন চায় আরো বেশি পেতে ; কি জানি তোমার মধ্যে কি আছে ; কেনো যে এ মন চায় তোমাকে আরো বেশি করে কাছে পেতে .!!

(৫৫) আবার ফিরে আসো অন্তত এক ঘন্টার জন্য...।নয়তো এক মিনিটের জন্য...অন্তত একটা মুহূর্তের জন্য...।বলবো না পাশে থাকতে ।বলবো না আর একটি বার নতুন করে ভালোবাসতে...।শুধু বলবো, তোমার দেয়া স্মৃতি গুলো নিয়ে যাও ।

(৫৬) ভেবেছিলাম তুমি আসবে! ভোরের কুয়াশায় হাটবো তোমার হাতটি ধরে।কিন্তু তুমি এলেনা ভেবে ছিলাম পড়ন্ত বিকেলে হয়তো গোধূলি লগ্নে তোমার দেখা পাবো! তখনো তুমি এলেনা ভেবে ছিলাম সন্ধ্যা তারাদের মাঝে তোমায় খুঁজে পাবো! অবশেষে খুজে পেলাম ঠিকই,কিন্তু তুমি ছিলো ঐ দূর আকাশে । আমার দিকে ফিরেও তাকালেনা। ভাবনা আমার ভাবনাই রয়ে গেলো বাস্তব আর হলোনা......!!

(৫৭) খাচার পাখি উরে গেলে যেমন আসে না আর ফিরে| সুখ হাড়ীয়ে গেলে তেমন আসেনা আর ঘুরে|র্ুখ যেন এক উরন্ত পাখি বাসা বাঁধেনা জীবন থেকে চলে গেলে ফির আসেনা | দুঃখ যেন পোষা পাখি পিছন ছারেনা।

(৫৮) জীবন তো বহমান নদী থেমে থাকেনা, অনেক কিছু আশা থাকলেও পাওয়া হয়না| আশা গুলো পরে থাকে শুধুই সৃতি হয়, জীবনের অনেক কিছু যায় হাড়িয়ে|

(৫৯) জানি ফিরবেনা এই মনের নিড়ে তবুও অপেক্ষায় থাকবো সারা জীবন ধরে ।

(৬০) মিছে আশা করে লাভ কি?সত্যি এটাই যে তুমি কখনো আমার ছিলে না আর কখনো হবেও না।ভাবনায় এসে দূর থেকে চলে যাও আমাকে কাঁদিয়ে....।আমার কি অপরাধ ছিল? তোমাকে ভালবাসাটাই কি আমার অপরাধ ছিল....?যদি তাই হয়, তবে ক্ষমা করে দিও !

(৬১) আজ স্মৃতির পাতা উল্টে দেখলাম কত মানুষ জীবন থেকে হারিয়ে গেছে।কত চেনা মানুষ , অচেনা হয়ে গেছে হয়তো কোন এক দিন ,আমিও অচেনা হয়ে যাবো এই পৃথিবী থেকে !!

(৬২) আজ নিজে নিজে নীরবে কাঁদছি, যে কান্না হয়তো মরণ হলে শেষ হবে ।তবে সত্য বলতে কি জানো আমি তোমাকে আজও ঠিক আগের মতই ভালোবাসি ।

(৬৩) আমি জানি তুমি ভালো নাই, তুমি ভালো থাকতে পারো না কারণ,আমি তোমাকে ক্ষমা করে দিলেও আমার প্রতিটা দীর্ঘশ্বাস আর একেক ফোঁটা চোখের পানি তোমাকে কখনোই ক্ষমা করবে না এটা আমার অভিশাপ নাহ, এটা প্রকৃতির হিসাব।কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না ।

(৬৪) জানি না আজ আমার কি হয়েছে, শূন্য মনের গহীন অতলে এক ঝড় উঠেছে !ভিষন ভাবে তোমাকে মনে পড়ছে, তোমার কথা ভাবতেই জল এলো দু'চোখের কোনে !কেমনে বলবো আমি-একটু খানি ভালোবাসি তোমায় ! সেই সাধ্য দেওয়া হয়নি আমায় !তবুও কেনো জানি তোমাকে অনেক ভালোবাসি !!

(৬৫) অতিথি পাখি হয়ে কারো জীবনে যেওনা হয়তো তুমি তাকে কিছুদিন হাসাবে॥কিন্তু তুমি যখন চলে যাবে আপন ঠিকানায়, সে সারা জীবন কাঁদবে শুধু তোমার বেদনায়।

(৬৬) তুমি একদিন আমার মত কষ্ট পাবে তুমিও আমার মত চোখের জল ফেলবে আর তুমি আমার কথা ভাববে কবে জানো? যে দিন তুমি আমার মত সত্যি ভালোবাসবে।

(৬৭) অনেক ভালোবেসে ছিলাম তোমাকে কিন্তু তুমি তা কখনো বুঝোনি বুঝবে কি করে ???তুমি তো আমাকে ভালোবাসনি।ভালোবাসা বুঝতে যদি আমাকে ভালোবাসতে।হয়তো একদিন ভালোবাসা কি বুঝবে, সে দিন নীরবে কাঁদবে।আমি আজও ভালোবাসি তোমায় । আর সারাজীবন এভাবেই ভালোবাসবো !!!

(৬৮) জীবনের শুরুতে কষ্টের সূচনা,হাজারো ব্যাথা নিয়ে আমার রচনা,যন্ত্রনার অন্ধ ঘরে নির্মম এক পরিহাস.চোখের জল আর বেদনা নিয়ে আমার জীবনের ইতিহাস।

(৬৯) তোমার মাঝে আমার সমস্ত সুখ লুকিয়ে ছিল !!!তাই তোমাকে চেয়েছিলাম সুখ পাবো বলে ! কিন্তু তুমি যা দিয়েছ সুখের বদলে তার কোন তুলনা হয় না, আসলেই তা অমুল্য এক কষ্ট আর যন্ত্রনা তোমার দেয়া কষ্ট আর যন্ত্রনা নিয়ে এখনো বেঁচে আছি সুখ পাবো বলে আমার সুখ মানেই তুমি !!

(৭০) মন চায়, বিন্দু বিন্দু সুখের জলকণা দিয়ে, তোমায় ভিজিয়ে দিতে, আর তোমার কষ্টের পাথরগুলো শান্ত নদীতে ফেলে দিতে মন চায়, অবিরাম বৃষ্টির পথ ধরে হাটতে হাটতে, হারিয়ে যাই অজানা কোনো দেশে আর সেখানে নতুন ভুবন গড়ে তুলতে মন চায় ।শেষ জীবনের অন্তিম কালে পাশে থাকবে তুমি, আমার পানে চেয়ে।

(৭১) মাঝে মাঝে খুব ইচ্ছে করে আমার নির্ঘুম রাতের কিছু মূহুর্ত তোমাকে দিয়ে দেই!! নির্ঘুম রাতের যন্ত্রনা একটু যদি তাতে বুঝতে তুমি!! জানি, একটা ক্ষন সহ্য করার ক্ষমতা নেই তোমার। এ যে ভীষন কষ্ট!! পারবে না সইতে তুমি!! কেন আমার আকুতি তোমাকে ছুতে পারেনা?? কেন এত দূরে তুমি ???

(৭২) ভুল তোমার ও ছিলো, সেটা তুমি বুঝনি, রাগ আমার ও ছিলো, কিন্তু আমি দেখাইনি. ভুলে আমি ও যেতে পারতাম, কিন্তু চেষ্টা করিনি, কারন আমি তো ভুলার জন্য তোমায় ভালোবাসিনি।

(৭৩) কাউকে একবার মন দিয়ে দিলে, সেটা আর ফেরত নেয়া যায় না.!! কারো জন্য একবার ভালোবাসা সৃষ্টি হয়ে গেলে, সেটা আর কখনো ধ্বংস করা যায় না...!! সবকিছুই সয়ে যেতে হয় শুধু নীরবে, কিছুই করার থাকে না !!!

(৭৪) জানিনা এই অবুজ হৃদয় কার অপেক্ষাই আছে........ জানিনা এই সরল মনে কার জায়গা হবে......... শুধু জানি হৃদয়ের ঘরে যাকে রাখব......... সারা জীবন তাকেই ভালবাসবো !!!!

(৭৫) আমি সত্যিই ব্যার্থ !!! কারণ আমি কখনোই তোমাকে বুঝাতে পারি নাই "আমি তোমাকে কতটা ভালবাসি"..

(৭৬) সবার জীবনেই তো প্রেম আসে। কেউ হয়তো ভালোবাসার মানুষটিকে নিয়ে স্বপ্ন দেখে জীবন কাটিয়ে দেয়। আবার কেউ কেউ বাস্তব জীবনেই ভালোবাসার মানুষটির উপস্থিতি উপভোগ করার সৌভাগ্য অর্জন করে !!!!!

(৭৭) ভালবাসা বদলায় না বদলে যায় মানুষগুলো, অনুভূতিরা হারায় না হারিয়ে যায় সময়গুলো ।

কষ্টের ভালবাসার মাঝে একটু সুখের স্মৃতিময় এস এম এস - Love sms in Bangla




আমি যখন তোমার নাম
মাটিতে লিখলাম ,,
বৃষ্টিতে ভিজে গেলো .....
আকাশে লিখলাম ,, আকাশ
মেঘে ঢেকে গেলো ..... কিন্তু যখনই
হৃদয়ে লিখলাম ,, ঠিক তখনই
তুমি আমায় ভুলে গেলে....


কি অপরাধ ছিলো আমার?
খুব বেশি ভালোবেসে ছিলাম,এটাই
কি ছিলো অপরাধ?
কেনো আমার জীবন
টা নিয়ে খেলা করলে ও রকম?
পৃথিবীতে নাকি দুইটা জিনিস
পাওয়া খুব কষ্ট সাধ্য।
১:) মনের মানুষ।
২:) মানুষের মন।
সত্যি আজ দু চোখের জল
দিয়ে সেটা বিশ্বাস করতে হচ্ছে।


গোলাপ যদি সুন্দর
হয়,গাছে এতো কাটা কেন?
মণি যদি মুল্যবান হয়,বিশাক্ত_সাপের
মাথায় কেন?ভালবাসা যদি সর্গ
হয়,তাহলে এতো কষ্ট কেন??

এই পৃথিবীতে কেউ কারও আপন নয়,স্বার্থ যেখানে আছে,সবাই সেখানে ছুটে| কেউ স্বার্থের জন্য কিছু সময় আপন হয়,স্বার্থ ফুরিয়ে গেল কেউ কার নয়

ওচেনা একটি পথ,তবে কেন হাটছি..?
ওচেনা একটি মানুষ,তবে কেন দেখছি..?
ওচেনা কিছু আবেগ নিয়ে কেন এত সপ্ন দেখি..?
সব যদি ওচেনা হয়ে,কেন এত ভাবছি.....?

পাথর চাপা কষ্ট বুকে,, কষ্টের কথা বলি কাকে?? যার কারনে নিস্ব হলাম,, সেইতো আছে বেশ সুখে,, আর আমার কথা ভুলেই গেছে..!!

প্রতিটি মানুষের জীবনে গোপন কিছু কষ্ট রয়েছে। কেউ সেই কষ্ট দূর করতে পারে, আবার কেউ পারেনা। কেউ সেই কষ্টকে দূরে ফেলে, জীবনটাকে উপভোগ করতে পারে, আবার কেউবা সেই কষ্টকে আকড়ে ধরে, জীবনটাকে তিলে তিলে ধ্বংস করে।

ভালবাসা স্বপ্নীল আকাশের মত সত্য,, শিশির ভেজা ফুলের মত পবিত্র.. কিন্তু সময়ের কাছে পরাজিত,, বাস্তবতার কাছে অবহেলিত..!!

কাউকে না পেলে জীবন কখনো শেষ
হয় না
কিন্তু
কাউকে পেয়ে তাকে আবার
হারালে
জীবনের আর কিছু বাকি থাকে না...কখনোই কাউকে খুব বেশি বিশ্বাস করবেন না।। খুব বেশি ভালোবাসবেন না।।
প্রিয়জনের কাছ থেকে খুব বেশি আশা ও করবেন না।।
কারণ আপনি যখন কাউকে খুব বেশি ভালোবাসবেন, বিশ্বাস করবেন,সে তখন আপনাকে এতোটাই কষ্ট দিবে যা আপনি সহ্য করতে পারবেন না..

ভালবাসার মানুষের দেওয়া সব কষ্টই মেনে নেয়া যায়,, শুধু মেনে নেয়া যায়না তার চলে যাওয়া কষ্টটা..!!

কষ্ট দাও
তবে এতো বেশি দিয়ো না যা সইবার
ক্ষমতা আমার নাই॥
দুঃখ দাও
তবে এতো বেশি দিয়ো না যা বইবার
ক্ষমতা আমার নাই॥ আমায় এতো বেশি কাঁদাইয়ো না,
যে কাঁন্নার জল একদিন তোমায়
ভাসিয়ে দিবে॥

যদি কর সুখের আশা করিও না 'ভালবাসা' ভালবাসা অতি "কষ্ট, এতে হয় জিবন"নষ্ট,ভালবাসার শেষ "ফল" বুকে বেথ্যা চোখে 'জল..!!

মাঝে,মাঝে কষ্ট করে হলেও একা একা চলা শিখতে হয়? কারণ,যাকেছাড়া আপনি চলতে পারবেন না, বা বাঁচতে পারবেন না ভাবছেন, সে কিন্তু, আপনাকে ছাড়া ঠিকই বেঁচে আছে...

এই পৃথিবীতে কেউ
কারো আপন নয়,স্বার্থ
যেখানে আছে,সবাই
সেখানে ছুটে ।কেউ
স্বার্থের জন্য কিছু সময়
আপন হয়,স্বার্থ
ফুরিয়ে গেলে কেউ কার নয়।


ভালবাসার নীল দরিয়ায়,
উড়াইলে তুমি পাল।
সাত সাগরের মাঝে কেন,
ছেড়ে দিলে হাল।
প্রেমের স্রোতে ভাসছি একা,
এটাই কি মোর কপাল?

প্রেম ধরিয়ার মাঝে যে আজ,
নিবে গেল মোর ইহকাল।
এটাই তো ছিলোমোর কপাল।

নদীর কষ্ট হয় পানি শুকিয়ে গেলে,গাছের কষ্ট হয় পাতা ঝরে গেলে,রাতের কষ্ট হয় চাঁদ ডোবে গেলে,আর মানুষের কষ্ট হয় আপনজন ভুল বুঝলে

জানি ভুলে গেছ,তবুও বলছি কেমন আছো?জানি উত্তর দিবে না..তবুও বলছি কি করছ?জানি বিরত্ত হবে,তবুও বলছি ভালো থেকো?ইতি তোমার মনের মানুষ?

মেয়েদেৱ হাত নৱম তাদেৱ নাকি প্ৰেম হয় গৱম,যে মেয়েদেৱ মন শক্ত তাৱা নাকি প্ৰেমেৱ বক্ত,যে মেয়েদেৱ ঠুঠ চিকন তাদেৱ নাকি প্ৰেম হয় চিৱজীবন

মনে রাখব তোমাকে cirodin, তুমি যেখানেই থাক jotodin. তোমাকে নিয়ে ঘুরবো Sritir ঘর, যদিও তুমি হয়ে গেছ আমার Por, তবুও Miss করব তোমায় জীবনভর..

বাংলা কষ্টের এস এম এস উক্তি কস্টের মেসেজ কবিতা koster sms - Love sms in Bangla



বাংলা কষ্টের এস এম এস উক্তি মেসেজ কবিতাঃ

আমি হাসি মুখে কথা বলি,
সবার সাথে মিশে চলি,
দুঃখ পেয়ে গোপন রাখি,
সবাই ভাবে আমি সুখি,
আসলে সুখি আমি নয়……
আমার জীবন টা সুখের অভিনয় !!!

হাসি সব সময় আনন্দের অনুভুতি বুঝায় না । এটা মাঝে মাঝে এটাও বোঝায়, আপনি কতটা কষ্ট লুকাতে পারেন ।

কষ্টের সাথে যাদের বসবাস, রাতটা তাদের জন্য যে কি কষ্টের সেটা শুধুই তারা জানে । সারাদিন কষ্ট গুলো বুকের মাঝে চেপে রাখলেও রাতে যেনো কোনো ভাবেই ঠেকানো যায় না । বুক ফেটে কষ্ট গুলো বের না হলেও, চোখ দিয়ে বের হয়ে আসে অশ্রু ।

বাংলা কষ্টের এস,এম,এস sms

নিষ্ঠুর পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা পাওয়া বড় দায়, সবাই মিষ্টি কথা বলে মন ভোলাতে চায় । আসলে কারো অন্তরে ভালোবাসা থাকে না, স্বার্থের জন্যে আসে কাছে মনে অন্য আশা । স্বার্থ উদ্বার হয়ে গেলে, দুঃখ দিয়ে কেটে পড়ে ।

সব সময় নিজেকে খুব একা ভাবি,, কারণ জানি আমার পাশে থাকার মতো কেউ নেই । মাঝে মাঝে কাউকে খুব আপন ভাবি,, পাশে গিয়ে দেখি সবই আমার কল্পনা ।

ঐ বিশাল আকাশের কষ্ট কি মানুষের চেয়েও বেশি ? ইচ্ছে হলেই তো আকাশ তার জমে থাকা কষ্ট গুলো বৃষ্টি দিয়ে ঝরিয়ে দিতে পারে । কিন্তু মানুষ ? কিছু মানুষ আছে যারা জমে থাকা কষ্ট গুলো অশ্রু হয়ে ঝরিয়ে দিতে পারে না । বুকের ভেতর কষ্ট গুলো জমাট বেঁধে থাকে । আর সেই কষ্ট গুলো ধারন করার ক্ষমতা ওই বিশাল আকাশেরও নেই ।

বাংলা কষ্টের এস,এম,এস কবিতা

তোমাকে মনে পড়ে না এমন কোনো মুহূর্ত নেই । আর বৃষ্টি হলেতো মনকে ধরেই রাখতে পারি না । মনের জমানো সব কষ্ট বৃষ্টির ফোঁটার সাথে চোখ দিয়ে গড়িয়ে পড়তে চায় । আজ ও সেই বৃষ্টি হচ্ছে । বৃষ্টির সাথে কেমন যানো একটা গভীর সম্পর্ক তৈরী করে ফেলেছি নিজের অজান্তেই । তাই তো বৃষ্টির পানির সাথে মিশে একাকার হয়ে গেলো আমার চোখের বৃষ্টি !
Read More >> Bangla sad love sms
কষ্টের বাংলা মেসেজ ঃ

যদি জানতাম তোমার কষ্টের কারন হব আমি । তোমার এক ফোঁটা অস্রুর কারন হব আমি । তবে সত্যি বলছি আমি কখনোই আসতাম না তোমার জীবনে !! শুধু দুর থেকে ভালবেসে যেতাম তোমায় !!!

প্রেম করিনি কষ্ট পাওয়ার ভয়ে, কাউকে মন দেইনি মনের মানুষ পাইনি বলে, আজো একা আছি আমি সেই স্বপ্নের রাজকুমারীর দেখা পাবো বলে ।

বাংলা কষ্টের মেসেজ

এই কেমন অবাক পৃথিবীতে বাস করি, ভালোবাসার কথা বলার মত দুই একজন থাকলেও, তা বোঝার মত কেউ নেই ।

কষ্টে ভরা জীবন আমার,, দুঃখ ভরা মন,, মনের সাথে যুদ্ধ করে আছি সারাক্ষন.. তারার সাথে থাকি আমি,, চাদের পাশা পাশি,, আজব এক মানুষ আমি দুঃখ পেলেও হাসি..!!

বসে আছি আমি একা, ভাবছি তোমায় নিয়ে | ভাবতে ভাবতে হঠাৎ চোখে এল জল | তুমি জানো আমার এই চোখের জল আনন্দের নয়, অনেক কষ্টের |আর এই কষ্টের কারন হলে তুমি. কেনো দিলে আমাকে এতো কষ্ট ?আমি তো তোমাকে দেই নি,তবে তুমি কেনো | ভাল থাকো অনেক সুখে থাকো আমি দোয়া করি |

এক সাগর কষ্ট বুকে,, কষ্টের কথা বলি কাকে ?? যার কারনে নিস্ব হলাম,, সে তো আছে বেশ সুখে,, আর আমার কথা ভুলেই গেছে..!!

তোকে ছাড়া কষ্টে কাটে দিন, খুজবি আমায়, বুজবি সেদিন । বাজবে যেদিন আমার মরন বীন ।
Read More >> Love sms quotes text messages for lover

যে মানুষ হাজার কষ্টের মাঝেও তার প্রিয় মানুষ টিকে মনে রাখতে পারে, সে সত্যিকার অর্থে ঐ প্রিয় মানুষটিকে ভালোবাসে ও তাকে কখনো ভুলতে পারে না ।
কষ্টের কবিতা এসএমএস ঃ

রেখে গেলে নখের আচড়
বুকের আশপাশে,
রেখে যাওয়া অনেক কথা
মনে জমা আছে,
রেখে গেলে আদর বেলায়
কাচের চুড়ি,
রেখে যাওয়া আগুনে আজ
একাই আমি পুড়ি,
আমার সাথে ঘুমিয়ে থাকার
করে দিয়ে ইতি,
যাবার সময় রেখে গেলে
অনেক গুলো স্মৃতি ।

তুমি হারিয়ে গেছ
তাতে কি?
তোমার
মাঝে আমি এখনো
আছি, কি ভাবছো?
চোখ বন্ধ করে আমায়
অস্বীকার করতে
পারবে কি?
ভালোবাসতে চেয়েছি,
ভালোবেসেছি, তুমি
ভালোবাসনি তাতে
কি?

আমিতো এখনো তোমায়
ভালোবাসি……. …..
আমি সুখে নেই, তাতে
কি? তোমার সুখেইতো
আমি সুখী,
অভিমানী বুঝলেনা
তুমি……
তাইতো চলে গেলাম
দূরে……. তোমাকে ভালো
রাখতে গিয়ে………..
..

এখন আমি শুধু
একা………… .
এই একাকীত্ব
জীবনের পথ বড় বেশি
আঁকা-বাঁকা, যেতে হবে
আমায় একা একা………… .
দুঃখ নেই তাতে তুমিতো
ভালো আছো, তা দেখেই
চলে যাবে আমার
সারাটা দিনের মেঘলা
আকাশ বৃষ্টি..!!!

চলেই যদি যাবে,
তবে কেন এসেছিলে
আমার সাজানো
জীবনে,?
ভালই তো ছিলাম একা
একা
,,,,, একাই পথ চলতে
শিখেছিলাম,
,,,,,,,,,,,,,,, ,,,,,,
চলছিলামও বেশ
ভালই,
হটাৎ করেই জীবনে
এলে তুমি,
,,,,,, স্বপ্নের রাজ্যে
ভাসিয়ে দিয়ে
,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,, ,
চলেও গেলে দূরে,
মাঝখানে এলোমেলো
করে দিয়ে ,
,,,,,,,,,,,,,, আমার
সাজানো পৃথিবীটাকে,….

তোমার জন্য আমি
আর কাঁদি না। কাঁদলেও
চোখের পানি ঝরে না,
চোখের পানি ঝরলেও
কষ্ট হয়না, কষ্ট
হলেও আমি আর
তোমাকে ভালোবাসি না ।
ভালবাসলেও তোমাকে
বলবো না, জানি
বললেও তুমি শুনবেনা,
শুনলেও তোমার কিছুই
আসে যায় না। কারণ
আমি আজ নিঃস্ব,
বড়ই নিঃস্ব। ?
Read More >> Bangla propose day sms

আজও কেন কাদাঁয়
তোমার দেয়া
স্মৃতিগুলো, ভেঙে
দেয় মন অবেলায়, একা
পরে থাকে তোমার
লেখা চিটি গূলো।
শূণ্যতায় দিন যে
হারায় । সে কী জানে
ভাংগা মনে কেউ তো
বাসেনা ভালো খুব গোপনে,
কতো যে ফাগূনে শরৎ
ও বিকেলে ভিজে
শ্রাবনে তুমি তো এলে
না ফিরে এমনে ।
তোমায় ছুঁয়ে ছুঁয়ে ….
মেঘের আঁচল টুরে
কোথাও নিয়ে যায় ।

তুমি বলেছিলে
পৃথিবীর সব
বদলে গেলেও বদলাবে
না তুমি.
সে কথা বোকার মত
বিশ্বাস
করে ছিলাম আমি…
আজ পৃথিবী ঠিক ই
আছে
কিন্তু বদলে গেছ
তুমি……..॥

কষ্ট ছাড়া কেউ অশ্রু
ঝরাতে পারে না,
ভালবাসা ছাড়া কোন
সম্পর্ক তৈরি হয়না..
জীবনে একটা কথা
মনে
রেখো,কাও কে
কাঁদিয়ে নিজের স্বপ্ন
সাজানো যায় না……

বাংলা প্রেমের এস এম এস প্রেমিকা খুশী হবেই এবার - Love sms in Bangla



হারিয়ে যেতে ইচ্ছে করে অনেক দূরে যেখানে রয়েছে তোমার ভালোবাসার সূখের নীড়। আর সেই নীড়ে কাটিয়ে দিতে চাই শত জনম। আমি কল্পনার সাগরে ভেসে চলে জাব, জাব তোমার হৃদয় সৈকতে, তুমি দিবেনা ধরা?
Harie jete esse kore onek dure jekhane royese tomer Valobaser suker nir. ar sei nire katie deta chi soto jonom. ami kolponer sagore vese chole jabo, jabo tomer ridoy soykote, tumi debena dhora?


তুমি কি জান পাখি কেন ডাকে? “তোমার ঘুম ভাংবে বলে। তুমি কি জান ফুল কেন ফুটে? “তুমি দেখবে বলে। তুমি কি জান আকাশ কেন কাদে? “তোমার মন খারাপ বলে। তুমি কি জান তোমাকে সবাই পছন্দ করে কেন? “তুমি খুব ভাল বলে। তুমি কি জান তুমি এত ভালো কেন? “তুমি আমার “বন্দু” বলে।

Tumi ki jano pakhi keno dake? "Tomar ghum vangbe bole". Tumi ki jano full keno fute? "Tumi dekhbe bole". Tumi ki jano akash keno kade? "Tomar mon kharap bole". Tumi ki jano tomake sobai posondho kore keno? "Tumi khub valo bole". Tumi ki jano tumi ato valo keno? "Tumi amar "friend" bole.

শুভ ক্ষন, শুভ দিন। মনে রেখ চির দিন। কষ্ট গুলো দূরে রেখ, স্বপ্ন গুলো পুরন করো, নতুন ভালো স্বপ্ন দেখো, আমার কথা মনে রেখ।

Suvo khon, suvo din. Mone rekho cirodin. Kosto gulo dure rekho, Shopno gulo puron karo, Notun valo shopno dekho, Amar kotha mone rekho.

আকাশ বলে তুমি নীল। বাতাস বলে তুমি বিল। নদী বলে তুমি সিমা হিন। চাঁদ বলে তুমি সুন্দর। ঘাস বলে তুমি সবুজ। ফুল বলে তুমি অবুজ। কিন্তু আমি বলি, “তুমি কেমন আছ?”
Grisser Anarkoli, Borsar Anjoli, Soroter Gitali, Hemonter Mitali, Shiter pitha puli, Bosonter Full koli, Emni kore vore jak jiboner sob pata Guli.

বন্ধু মানে সুখের সাথী। বন্ধু মনে রাগ। বন্ধু মানে দুঃখ সূখের সমান সমান ভাগ। বন্ধু মানে হালকা হেসে চোখের কোনের জল। বন্ধু মানে মনে পরলে একটা ছোট কল।

Bondhu mane sukher sathe. Bondhu mane rag. Bondhu mane dukkho sukher soman soman vag. Bondhu mane halka hase cokher koner jal. Bondhu mane mone porla ekta choto call.

কিছু কথা কিছু ‍পরিচয়, ক্ষনিকের হয়। কিছু ব্যাথা কিছু সৃষ্টি, ভূলার নয়। কিছু মানুষ কিছু বন্ধু চিরদিনের হয়। “আই মিছ ইউ”।

Kiso kotha kiso poricoy, Khoniker hoy. Kiso betha kiso sristy, Volar noy. Kiso manus kiso bondho, Chero diner hoy. "I Miss You."

নতুন আশা, নতুন প্রান। নতুন সুরে, নতুন গান। নতুন ঊষার, নতুন আলো। নতুন বছর কাটুক ভালো।..........শুভ নববর্ষ........

Natun asa, Natun pran. Natun sure, Natun ghan. Natun ushar, Natun alo. Natun bochor katuk valo...........SHUVO NOBOBORSHO.........

নীল আকাশের মেঘের ভেলায়, ঘাসের উপর শিশির কনায়, প্রজাপতির রঙ্গীন ডানায়, ফালগুনের ফুলের মেলায়, একটা কথা তোমাকে জানাতে চাই >>>>>>>>>> শুভ 1লা বৈশাখ <<<<<<<<<<

Hor dom hoi hoi, Boishakh elo oi, Kolar patay Elish panta. Eshan kone megher barta. Shuvo Noboborsho.

জীবনের রং বড় বিচিত্র, কখনো লাল কখনো নীল। কখনো মুক্ত পাখির মতো। কখনো আবার চুপসে যাওয়া ফুলের মতো। হারিয়ে যায় কত চেনা মুখ। থেকে যায় সুধু অনাবিল সূখ।

Jibonar rong boro bicitro, Kakhono lal kakhono nil. Kakhono mokto Pakhir moto. Kakhono abar cupse jawoa fuler moto. Hariya jay koto cena mukh. Thake jay onabil shuk.

নীল নীলিমায় দূরে কোথায় মন যে হারায় বেকুলতায় মনে পরে যায়। একটা কথা ই মন জানতে চায় অবেলায় অবসরে মনে কি পরে আমায় “আই মিছ ইউ”

Nil nilimay dure kothay mon je haray bakolotay mone pore jay. Akti kotha e mon jantay chay abalay obosoray mine ki pore amay "I Miss You"

ভোরের মিষ্টি রোদের আলোয় মিছ কল দিয়, কান্ত দুপুরে মনে পরলে এসএমএস কর, গভীর নিঝুম রাতে যদি ভয় লাগে তবে ফোন কর ভূতের গল্প শুনাব কেমন।

Vorer misti roder aloy misscall dio, Klanto dupure mone porle sms koro, Govir nijhum rate jode voy lage Tobe phone koro VUTER golpo sunabo kemon.

এক টু কানে শুনো। এক টু আমায় জানো? এক টু সময় দিয়। এক টু খবর নিয়ো? এক টু যখন একা। এক টু দিয়ো দেখা? এক টু নিয়ো খোঁজ। এক টু ভেবো রোজ? এক টু আমায় ডেকো। ভীষন ভালো থেকো???

Ajka tome soneso ke rater bangla khobor kalka nake bristy hobe vijba sara shohor. Vijba abar dalan cotha vijba tomar bare, Dorojata khole rakho aste pare ame.

নতুন সকাল নতুন দিন। শুভ হোক ঈদের দিন। নতুন রাত বাকা চাঁদ। রঙ্গীন হোক ঈদের রাত।
........... ঈদ মোবারক ........

Noton sokal noton din. Shovo hok eider din. Noton rat baka chad. Rogin hok eider
rat. ............. EID MUBARAk ..............

ভালোবাসার মাঝে সুক আছে। ভালো থাকার মাঝে কষ্ট আছে। দূরে রাখার মাঝে টান আছে। মনে রাখার মাঝে প্রান আছে। তাই মনে রেখ আমায় চিরদিন।

Sara Khon valo theko, Valobasha mone rekho. Diner bela hashi mukha, Rater bela onek sukha, Nana ronger shapno dekho, Shapner majhe amay rekho. "Happy Valentine Day"

দূর নীলিমায় নয়, আছি তোমার পাশে, খুজে দেখ আমায়, পাবে হৃদয়ের মাঝে, শুনবনা কোন গল্প, গাইবো শুধু গান যে-গান-এ আছে শুধু ভালোবাসার টান......”শুভ ভালোবাসা দিবস”

Dur nilimay noy, Aci tomar pashe, Khoja dekho Amai, Pabe Redoyer maje, Sunbona kono golpo, Gaibo sudu gaan je-gaan-a ase sudu valobasar tan....."Happy Valentine Day"

সকাল তো অনেক হয় বর্ষার মতো নয়, সময় তো অনেক হয় গোধূলীর মতো নয়, রাত তো অনেক হয় পূর্নীমার মতো নয়, বন্ধু তো অনেক হয় তোমার মতো নয়। দয়া করে এসএমএস করো।

Shokal to onek hoy borsar moto noy, Somoy to onek hoy ghodhulir moto noy, Rat to onek hoy pornemar moto noy, Bondho to onek hoy tomar moto noy. Please SMS koro.

কিছু কিছু কবিতা লিখার আগে ভাষা হারিয়ে যায়। কিছু কিছু কথা বলার আগে সময় ফুরিয়ে যায়। কিছু কিছু স্বপ্ন দেখার আগে ঘুম ভেঙ্গে যায়। কিছু কিছু মানুষ আপন হওয়ার আগে দূরে চলে যায়। কেন এমন হয়?

Kisu kisu kobita lekhar age vasa hariye jay. Kisu kisu kotha bolar age somoy furiye jay. Kisu kisu shopno dekhar age ghum vhenge jay. Kesu kesu manus apon howar age dure chole jay. Keno amon hoy?

রাতে জোসনা, দিনে আলো, কেন তোমায় লাগে ভালো? গোলাপ লাল, কোকিল কালো, সবার চাইতে তুমি ভালো। আকাশ নীল, মেঘ সাদা, সবার চাইতে তুমি আলাদা। “শুভ সকাল”

Rate Josna, Dina alo, Keno tomai lage valo? Golap lal, Kokil kalo, Sobar cheya tome valo. Akash nil,Megh sada, Sobar cheya tome alada. "Shovo Sokal"

টিপ টিপ বৃষ্টির টুপ টুপ শব্দ, ঝির ঝির বাতাসের মৃধু মৃধু গন্ধ। মিট মিট তারাদের লুকু চুরি খেলা, এই নিয়ে ভালো থেকো সারা বেলা.......{শুভ সকাল}

Tip Tip bristir tup tup sobdo, Jhir jhir bataser mridu mridu gondho. Miti miti tarader lukochuri khela, ai niye valo thako sara bela..... {Shovo Sokal}

সূখের জন্য “স্বপ্ন”, দুখের জন্য “হাসি”, দিনের জন্য “আলো”, চাঁদের জন্য “নিশি”, মনের জন্য “আশা”, তোমার জন্য রহিল আমার “ভালোবাসা”.......শুভ সকাল।

Suker jonno "Shopno", Dukher jonno "Hasi", Diner jonno "Alo", Chader jonno "Nishe", Moner Jonno "Asha", Tomar jonno rohelo amar "Valobasha"......Shovo Sokal.

১ টা দিন, ১ টা রাত। আজকে হলো শবে-বরাত। সকলকে দাও নামাজ এর দাওয়াত। আল্লাহ কে ডেকো সারা রাত। মাফ হবে সকল পাপ। তা হলে পাবে জান্নাত। “শুভ শবে-বরাত”

1Ta din, 1 Ta rat. Ajka holo sobe-Borat. Sobai k dao namaz er daoat. ALLAH k dako sara rat. Maf hobe sokol pap. Ta hole pabe Jannat."Shovo Sobe-Borat"

যদি দেখা না হয় ভেবোনা দূরে আছি। যদি কথা না হয় ভেবোনা ভূলে গেছি। যদি না হাসি ভেবোনা অভিমান করেছি। যদি ফোন না করি ভেবোনা হারিয়ে গেছি। মনে রেখো তোমায় আমি ভালোবাসি।

Jodi dekha na hoy Vebona dure aci. Jodi kotha na hoy vabona vule gase. Jodi na hasi vebona oviman koresi. Jodi phone na kori vebona harea gase. Mone rakho tomai ame valobasi.

টিপ টিপ বৃষ্টি পরে। একা বসে আছি ঘরে। তুমি আছো কেমন করে। জানাও আমায় এস এম এস করে। তোমার কথা মনে করে। মেসেজ দিলাম সেন্ট করে।

ভালোবাসার বাংলা এস এম এস - ValoBashar Bangla SMS - Love SMS in Bangla





প্রেম মানে হৃদয়ের টান,
প্রেম মানে একটু অভিমান ,
২টি পাখির ১টি নীর,
১টি নদীর ২টি তির ,
২টি মনের ১টি আশা তার নাম ভালবাসা।


আমি তো হাত বাড়িয়ে দাড়িয়ে আছি তোমার ভালবাসা নিব,
দাও তুমি কত ভালবাসা দিবে আমায়,
বিনিময়ে একটা হৃদয় তোমায় দিব যা কখনো ফিরিয়ে নিবার নয়।


পাষান পৃথিবীর পাষান মানুষ,
স্বার্থের বিনিময়ে সবাই বেহুশ,
ধুরে গেলে অভিমান কাছে এলে অভিনয়,
মানুষ যে নিষ্টুর এটাই তার পরিচয়।


হারিয়ে যেতে ইচ্ছে করে অনেক দূরে যেখানে রয়েছে তোমার ভালোবাসার সূখের নীড় ।
আর সেই নীড়ে কাটিয়ে দিতে চাই শত জনম ।
আমি কল্পনার সাগরে ভেসে চলে যাব,
যাব তোমার হৃদয় সৈকতে, তুমি দিবেনা ধরা ?


মনটা দিলাম তোমার হাতে,যত্ন করে রেখো।
হৃদয় মাঝে ছুট্ট করে আমার ছবি একো।
স্বপ্নগুলো দিলাম তাতে,আর ও দিলাম আশা.
মনের মত সাজিয়ে নিও আমার ভালবাসা।



মনটা দিলাম তোমার হাতে,যত্ন করে রেখো।
হৃদয় মাঝে ছুট্ট করে আমার ছবি একো।
স্বপ্নগুলো দিলাম তাতে,আর ও দিলাম আশা.
মনের মত সাজিয়ে নিও আমার ভালবাসা।


নিল আকাশে তারার মেলা .
মধ্য রাতে চাদের খেলা .
স্নিগ্ধ সকাল, শিশির ভেজা,
সুধু দেখো আমার প্রেমে কতো মজা.


আমার ও ইচ্ছা করে কল না দিয়ে SMS
না দিয়ে চুপ করে থাকতে,দেখতাম তোমার ভালবাসা কতটুকু গভীর ,
কিন্তু একটা সময় আসে আর পারিনা।
তখন চুখের পানি কোনে চলে আসে।
আমি যে তোমাকে কত ভালবাসি ভুজাতে পারবনা জান।



মিষ্টি হেসে কথা বলে পাগল করে দিলে,
তোমায় নিয়ে হারিয়ে যাবো আকাশের নীলে,
তোমার জন্য মনে আমার অফুরন্ত আশা,
সারা জীবন পেতে চাই তোমার ভালবাসা ।

১০

অভিমানী বন্ধু তুমি কিছু ভুজনা,
কি করে ভুজাব তোমায় মনের বেদনা,
তোমাকে কি সব কথা খুলে বলতে হই,
এমন কিছু কথা আছে যা ভুজে নিথে হয়.

১১

কিছু কথা কিছু পরিচয়,
ক্ষনিকের হয়।
কিছু ব্যাথা কিছু সৃষ্টি,
ভূলার নয়। কিছু মানুষ কিছু বন্ধু চিরদিনের হয়।
“আই মিছ ইউ”।

১২

কেও প্রেম করে,কেও প্রেমে পরে ।
আমার হয়েছে কুনটা , জানেনা এই মনটা।
কেও ভুল করে,কেও ভুলের শিকার হই,
আমার হয়েছে কোনটা,জানেনা এই অভুজ মনটা।

১৩

নীলিমার অপেক্ষায় ওই নিল,
মেঘের অপেক্ষায় ওই আকাশ,
রাতের অপেক্কায় ওই চাঁদ,
বসন্তের অপেক্ষায় ওই কোকিল।
আর তোমার মিষ্টি হাতের sms এর অপেক্ষায় আমি.

১৪

চাঁদ তুমি যেমন রাতকে ভালোবাসো,
আমিও তেমনি একজনকে ভালবাসি।
তোমার ভালবাসা যেমন কেব ভুজেনা,
তেমনি আমার ভালবাসা ও সে বুঝেনা।

১৫

যদি বৃষ্টি হোতাম।
তোমার দৃষ্টি ছুঁয়ে দিতাম ।
চোখে জমা বিষাদ টুকু এক নিমিষেই ধুয়ে দিতাম ।

১৬

জীবনের রং বড় বিচিত্র,
কখনো লাল কখনো নীল।
কখনো মুক্ত পাখির মতো।
কখনো আবার চুপসে যাওয়া ফুলের মতো।
হারিয়ে যায় কত চেনা মুখ।
থেকে যায় সুধু অনাবিল সূখ।

১৭

একটু কানে শুনো। এক টু আমায় জানো?
একটু সময় দিয়। এক টু খবর নিয়ো?
একটু যখন একা। এক টু দিয়ো দেখা?
একটু নিয়ো খোঁজ। এক টু ভেবো রোজ?
একটু আমায় ডেকো। ভীষন ভালো থেকো???

১৮

যদি যাও কখনো হারিয়ে সময়ের টানে,
তবে কিভাবে তোমায় রাখব ধরে বল হৃদয়ের কুনখানে,
জানি তোমায় কোনো ভাবে আটকানো যাবেনা,
তবে এতটুকু সুনে যেও আর কখনো এই পৃথিবীর বুকে আমায় তুমি খুঁজে পাবে না।

১৯

জীবনকে খুজতে গিয়ে তোমাকে পেয়েছি,
নিজেকে ভালবাসতে গিয়ে তোমার প্রেমে পরেছি,
জানতাম না কাকে বলে ভালো ভালবাসা,সিখিয়েছ তুমি।

২০

আকাশ সমান ভালবাসা নিয়ে তোমার সামনে দাড়িয়ে আছি.
তুমি চোখ খুলে দেখো ভালবাসার সাগর নিয়ে দাড়িয়ে আছি আমি.
কি বলবেনা??
“I love you too”

২১

মেঘলা বরণ অঙ্গ জুড়ে তুমি আমায় জড়িয়ে নিতে,
কষ্ট আর পারতো না তোমায় অকারণে কষ্ট দিতে!

২২

যদি দেখা না হয় ভেবোনা দূরে আছি।
যদি কথা না হয় ভেবোনা ভূলে গেছি।
যদি না হাসি ভেবোনা অভিমান করেছি।
যদি ফোন না করি ভেবোনা হারিয়ে গেছি।
মনে রেখো তোমায় আমি ভালোবাসি।

২৩

ফুলের রানী ,রূপের রানী কোথায় তুমি যাও?
তোমার সাথে সঙ্গী করে,আমায় নিয়ে যাও.
কি সুন্দর হাসি তোমার,মায়াবিথে ভরা,
তোমায় পেলে সত্তি আমি,হব দিশেহারা।

২৪

তুমি ভালোবেসে থখনি সুখ পাবে,
যখন তোমার জন্য তোমার মনের মানুষের মুকে হাসি দেখবে,
সাথে সেই সুখের সময়টা কাটাতে পারবে।

২৫

স্বপ্ন দিয়ে অখি আমি সুখের সীমানা,
হৃদয় দিয়ে খুজি আমি মনের ঠিকানা।
ছায়ার মত থাকব আমি সুধু তার পাশে,
যদি বলে সে আমায় সত্থী ভালবাসে।

২৬

ভালবাসা যদি আকাশ হত তবে আমি মেগ হতাম,
সারাক্কন তার পাশে থাকতাম।
ভালবাসা যদি রাত হত,
তাহলে আমি জোসনা হতাম,
আলো আধারকে ধুর করতাম
but আমি কিছুই না
so আমি সুধু ভালোবেসে কষ্টই পেলাম।

২৭

রাতের ওই জোছনায় তোমায় নিয়ে হাটতে ইচ্ছে হই.
ভোরের ওই কুয়াশাতে তোমায় নিয়ে ঘুরতে ইচ্ছে হয়।
রিমঝিম বৃষ্টিতে তোমায় নিয়ে ভিজতে মন চায়.
আর আমার হৃদয়ের আবেগ দিয়ে তোমায় কাছে পেতে মন চায়।

২৮

হৃদয়ের জানালা খুলে দেখি প্রিয়া তুমি দাড়িয়ে,
কথা দাও কখনো যাবে না তো হারিয়ে?
যদি পর হাথ দাও বাড়িয়ে,
ভালবাসা দেব তোমায় ভরিয়ে।

২৯

নয়ন ভরা জল গ তোমার,অচল ভরা ফুল।
ফুল নেব না অশ্রু নেব ভেবে হই আকুল।
ফুল যদি নেই তুমার হাতে,জল রবে গ নয়ন পাতে।
অশ্রু নিলে ফুটবে না আর প্রেমে মুকুল।

৩০

শীতের চাঁদর জড়িযে,
কুয়াশার মাঝে দাঁড়িয়ে,
হাত দুটো দাও বারিয়ে,
শিশিরের শীতল স্পর্শে যদি, শিহরিত হয় মন”
বুঝে নিও আমি আছি তোমার পাশে সারাক্ষন ।

৩১

ভালবাসি বাগানের ঝরে যাওয়া ফুল,
ভালবাসি মেঘলা নদীর কুল,
ভালবাসি উড়ন্ত ১ ঝাক পাখি।
ভালবাসি তোমার ওই দুই নয়নের আখি।

৩২

মনে পড়ে তোমাকে যখন থাকি নিরবে”
“ভাবি শুধু তোমাকে সব সময় অনুভবে”
“স্বপ্ন দেখি তোমাকে চোখের প্রতি পলকে”
“আপন ভাবি তোমাকে আমার প্রতি নিশ্বাসে ও বিশ্বাসে ।

৩৩

আধার রাতে জুনক জলে,হিমেল হবে মন যে দুলে।
জান তুমি আসবে বলে ,ভমর নাচে ফুলে ফুলে।
আস জান করব বরণ, থাকব পাশে সারা জীবন।
I love you

৩৪

জোনাকি জলে গভীর রাতে ,
কথা বলি হাওয়ার সাথে।
চাঁদকে বলি চুপটি করে,
গিয়ে তুমি বল তারে,
সে যেন ভালবাসে মোরে।

৩৫

চুপি চুপি বলি তোমায় প্রিয়তমা.
আমায় ছেড়ে যেন ধুরে যেওনা .
আচ তুমি আমার হৃদয়ের একদম গহীন বনে.
তোমায় ছাড়া আমি বাচতে পারবনা এই ভুবনে.

৩৬

আমি মেল্বনা আর স্বপ্ন দানা ওই নিল সীমানায়-
আমি খুজবো না আর তোমায় কষ্ট সৃতির পাতায়-
আমি বলব না আর কুনুদিন ভালোবাসো আমায়-
এভাবেই কষ্ট নিয়া আমি ভুলে যাব তোমায়।

৩৬

তুমি ভাবনা যে,তুমি ভালোবেশনা বলে আমি নিস্য হয়ে ঘেছি,
মোটেই না,
এই নিস্য হব সেই দিন,
যেই দিন আমার হৃদয়ে তোমার জন্য আর কোনো ভালবাসা তাকবেনা।

৩৭

আমি প্রেম কি জানিনা,
আমি প্রেম কি বুঝিনা,
শুধু ধিকি ধিকি মন যায় জ্বলে!
কি জানি হায় কোন আগুনে,
মরিবো আমি এই ফাগুনে |

৩৮

বন্ধু মানে সুখের সাথী।
বন্ধু মনে রাগ।
বন্ধু মানে দুঃখ সূখের সমান সমান ভাগ।
বন্ধু মানে হালকা হেসে চোখের কোনের জল।
বন্ধু মানে মনে পরলে একটা ছোট কল।

৩৯

ভালবাসি তোমায় এই হৃদয় জুড়ে জুড়ে,
তুমি ছাড়া বল থাকি কি করে।
মনে আমার জন্মানো তোমার ভালবাসা।
তুমি যে আমার প্রথম ও শেষ

৪০

জোনাকি হলো রাতের বাতি,
স্বপ্ন নাকি ঘুমের সাথী।
মন হলো একটা মায়াবী পাখি,
বন্ধু নাকি সুখ দুখের সাথী।

৪১

স্বপ্ন বিলাসী আমি,
স্বপ্নের পথ খুজি অভুজ মন আমার,
মনের কথা কম বুঝি আজব মানুষ আমি,
একা থাকতে ভালবাসি,অবাক হই নিজেই,যখন কষ্ট পেয়ে হাসি।

৪২

অল্প অল্প করে তুমি এ হৃদয়ে এ প্রেম জাগালে
তাইত আমি পাগলের মত ভালো ভালবাসি তোমারে,
সারা জীবন তোমার সাথে করথে চাই বসবাস।

৪৩

যেখানে যতন করে রেকেছ এই মন,
সেখানে রেখগ আমায় সারাটি জীবন,
তোমাকে ছাড়া যেখানে তাকি সারাক্কন মনে থাকে ভয়.
তোমারি বুকের মাঝে যেন আমার নিরাপধ আশ্রয়।

৪৫

যা পেয়েছ তা হারিয়েও না.
যা হারিয়েছ তা র ফেরে পেতে চেওনা,
যা পাওনি তা কখনো তোমার ছিল না।

৪৬

জানিনা কতটুকু ভালোবাসি তোমায়,
শুধু বলবো আমার ভালোবাসার শেষ নেই,
তুমি যদি এর সীমানা খুজতে যাও তুমি নিজেই হারিয়ে যাবে আমার ভালোবাসার অতল গভীরে ।

৪৭

কোনো এক কুয়াশা ভেজা সকালে দেখেছিলাম তোমায়,
দেখেছিলাম সাদাসিধে সাজে এলোমেলো চুলে মুখ ঢেকে যায়,
আর পাগল হয়ে যাই আমি, কি নিষ্পাপ চাহনি তার,

৪৮

কিছু স্বপ্ন সুধু স্বপ্নই রয়ে যায়.
কিছু কথা না বলাই রয়ে যায়.
কিছু ভালবাসা শুদু ভালবাসায় রয়ে যায়।

৪৯

তুমি আমাকে বিশাল একটা আকাশ দিলে,
কিন্তু স্বপ্ন দিলা না “মেঘ হয়ে অঝর বৃষ্টি দিলে,
কিন্তু একবার ভিজ্থে দিলানা”
এমন এ ভালোবাসলে,
কিন্তু আপন করে নিলানা।

৫০

হইত আমার কাছে নেই মিষ্টি কথার ফুল জরি,
হয়তো নিতে পারবনা তোমায় স্বপ্নপুরী,
আছে ছোট্ট একটা মন,
সেই মনে তোমায় রাখব সারা জীবন।



===== আরো অনেক সুন্দর ভালোবাসার বাংলা এস এম এস =====
৫১

আকাশ বলে তুমি নীল।
বাতাস বলে তুমি বিল।
নদী বলে তুমি সিমা হিন।
চাঁদ বলে তুমি সুন্দর। ঘাস বলে তুমি সবুজ।
ফুল বলে তুমি অবুজ।
কিন্তু আমি বলি, “তুমি কেমন আছ?”

৫২

তুমি ফিরিয়ে দেবার পরেও যদি আমাকে তোমার মনে পরে যায়
ভেবে নিও তুমি নয়,তোমার মন ভালবাসে আমায়।

৫৩

খুজে দেখো মনের মাঝে, আছি আমি স্বপ্নের সাঁজে,
তোমার ওই চোখের তারায়, হাজার স্বপ্ন এসে দাঁড়ায়,
সুখের সে স্বপ্নের মাঝে পাবে তুমি আমায়।

৫৪

হারিয়ে যেতে ইচ্ছে করে অনেক দূরে যেখানে রয়েছে তোমার ভালোবাসার সূখের নীড় ।
আর সেই নীড়ে কাটিয়ে দিতে চাই শত জনম ।
আমি কল্পনার সাগরে ভেসে চলে যাব, যাব তোমার হৃদয় সৈকতে, তুমি দিবেনা ধরা ?

৫৫

আমি তো হাত বাড়িয়ে দাড়িয়ে আছি তোমার ভালোবাসা নিব,
দাও তুমি কত ভালোবাসা দিবে আমায় ।
বিনিময়ে একটি হৃদয় তোমাকে দিবো যা কখনো ফিরিয়ে নেবার নয়

৫৬

ভালবাসা।
ভালবাসা চিরদিন বেচে থাকে,
কখনো কবিতা হয়ে,কখনো গল্প হয়ে,
কখনো স্মৃতি,
কখনো আবার কারো চুকের জল হয়ে.

৫৭

আকাশটা যত সুন্দর তারচেয়েও বেশি সুন্দর তার বিশালথা >
নদীটা যত সুন্দর তারচেয়েও বেশি সুন্দর তার বয়ে চলা>
মানুষ যথ সুন্দর তার চেয়েও বেশি সুন্দর তার ভালবাসা।

৫৮

আজকে তুমি রাগ করছো, দুঃখ পাবো তাতে ।
কালকে যখন মরে যাবো, রাগ দেখাবা কাকে?
বিধির বিধান এই রকমি, একদিন তো যাবো মরে,
বুঝবে সেদিন তুমি, ভালবাসতাম শুধু তোমাকে !

৫৯

শুভ ক্ষন, শুভ দিন। মনে রেখ চির দিন।
কষ্ট গুলো দূরে রেখ, স্বপ্ন গুলো পুরন করো,
নতুন ভালো স্বপ্ন দেখো, আমার কথা মনে রেখ।

৬০

জীবনটা আজ সাধা পাতা,লেখার নেই কিছু,
মরুভূমিতে দাড়িয়ে আছি,
পুরনো আমি সেই হটাথ করে কেন কাদে আজ আমার মন,
তাকিয়ে দেখি হারিয়ে ঘেছে আমার আপন জন।

৬১

জানিনা কতটুকু ভালবাসি তোমায়,
সুদু বলব আমার ভালবাসার শেষ নাই,
তুমি যদি এর সীমানা খুজতে যাও তুমি নিজেই হারিয়ে জাবে আমার ভালবাসায়।

৬২

আমি হইতো তোমার জীবনের গল্পের একটা ছেড়া পাতা,
হইতো একদিন আমাকে ভুলে যাবে,
আর আমি চাইলেও তোমাকে ভুলতে পারবনা,
কারণ তুমি আমার জীবনের গল্প,গল্পের পাতা নয়.

৬৩

রূপকথার রানী তুমি ২ নয়নের আলো ,
সারা জীবন এমনি তোমায় বেসে যাব ভালো।
তুমি আমার জীবন মরণ,আমার কলার সাথী,
তোমায় ছেড়ে একলা বল কেমন করে থাকি।.
I love you

৬৪

সুখে থাকো দুঃখে থাকো,
খবর তো আর রাখো না ।
এখন তো আমায় তুমি ভালো
আর বাসো না ।
যতো ভালোবাসা ছিলো দিয়ে
ছিলাম তোমাকে ।
তবু তুমি কিছুতেই,
বুঝলেনা আমাকে ।

৬৫

জানিনা তুমি কে.
আর কেনইবা ডাকি তোমায় আমি,
তোমার জন্য নিশি জাগি আর একলাই বসে থাকি,
তুমিথ অদেখা সেই স্বপ্ন,
তুমি আমার কল্পনার রাজকুমারী।

৬৬

যদি কাওকে ভালোবেসে ধুরে সরে যাও,
তবে তুমি তাকে তোমার মন থেকে মুক্ত করে দাও,
যদি তুমি তাকে বন্দী করে রাখো তোমার হৃদয়ে-১দিন
সে তোমাকে এই পৃথিবী থেকে দিয়ে দিবে চির বিদায়।

৬৭

জানিনা তুমি কে ! আর কেনই বা ডাকি তোমাকে আমি ,
তোমার জন্য নিশি জাগি আর একাই বসে থাকি,
তুমিতো অদেখা সেই স্বপ্ন ,তুমি আমার কল্পনার রাজকুমারী ।

৬৮

অল্প অল্প করে তুমি এ হৃদয়ে প্রেম জাগালে,
তাইতো আমি পাগলের মতো ভালোবাসি তোমাকে,
সারা জীবন তোমার সাথে করতে চাই বসবাস ।
৬৯

জীবনকে খুজতে গিয়ে তোমাকে পেয়েছি,
নিজেকে ভালোবাসতে গিয়ে তোমার প্রেমে পড়েছি,
জানতাম না কাকে বলে ভালোবাসা, শিখিয়েছ তুমি ।

৭০

তুমি কি জান পাখি কেন ডাকে?
তোমার ঘুম ভাংবে বলে। তুমি কি জান ফুল কেন ফুটে?
তুমি দেখবে বলে। তুমি কি জান আকাশ কেন কাদে?
তোমার মন খারাপ বলে। তুমি কি জান তোমাকে সবাই পছন্দ করে কেন?
তুমি খুব ভাল বলে। তুমি কি জান তুমি এত ভালো কেন?
“তুমি আমার “বন্দু” বলে।

৭১

এক মুঠো স্বপ্ন দিলাম,
নিজের মত গড়ে নিও;
এক মুঠো ভালোবাসা দিলাম,
যত্ন করে রেখো;
এক মুঠো কষ্ট দিলাম,
বেদনায় নীল হয়ে যেতে দিও;
এক ফোটা বৃষ্টি দিলাম,
মনটাকে ভিজিয়ে নিও;
এক মুঠো রং দিলাম,
পৃথিবীটাকে সাজিয়ে নিও;
এক মুঠো বাতাস দিলাম,
দীর্ঘ নি:শ্বাস নিও;
এক মুঠো রংধনু দিলাম,
মনটাকে রাঙিয়ে নিও।

৭২

ভালোবাসি বাগানের ঝরে যাওয়া ফুল,
ভালোবাসি মেঘলা নদীর কুল,
ভালোবাসি উড়ন্ত এক ঝাঁক পাখি।
আর ভালোবাসি তোমার ওই দুই নয়নের আঁখি ।

৭৩

অল্প অল্প মেঘ থেকে, হালকা হালকা বৃষ্টি হয় ।
ছোট্ট ছোট্ট গল্প থেকে, ভালবাসার সৃষ্টি হয় ।
মাঝে মাঝে ফোন করলে, সম্পর্কটা মিষ্টি হয় ।

৭৪

হারিয়ে যেতে ইচ্ছে করে অনেক দূরে যেখানে রয়েছে তোমার ভালোবাসার সূখের নীড়।
আর সেই নীড়ে কাটিয়ে দিতে চাই শত জনম।
আমি কল্পনার সাগরে ভেসে চলে জাব,
যাবো তোমার হৃদয় সৈকতে, তুমি দিবেনা ধরা?

৭৫

তোমার জন্য আমার শেষ অনুরোধ, কখনো পারলে ভালোবেসো.
আমাকে নয়, অন্য কাউকে.
তবে তোমার মতো করে নয়, আমার মতো করে.
যাতে কোন চাওয়া থাকবে না, থাকবে না কোন প্রাপ্তি।
থাকবে শুধুই প্রতিক্ষা আর ভালোবাসা।

৭৬

খুঁজিনি কারো মন, তোমার মন পাবো বলে!!
ধরিনি কারো হাত, তোমার হাত ধরবো বলে!
হাঁটিনি কারো সাথে, তোমার সাথে হাঁটবো বলে!
বাসিনি কাউকে ভাল তোমাকে ভালোবাসবো বলে!

৭৭

ভালবাসার মানুষ যতোই দূরে থাকুকনা কেনো,
কখনো মনে হবে না যে সে দূরে আছে, যদি সে অনুভবে মিশে থাকে ।
ভালবাসা মানে আবেগের পাগলামি,,ভালবাসা মানে কিছুটা দুষ্টামি।
ভালবাসা মানে শুধু কল্পনাতে ডুবে থাকা,
ভালবাসা মানে অন্যের মাঝে নিজের ছায়া দেখা ।

৭৮

ভালোবাসা এক অদ্ভুত অনুভূতি।
যখন ছেলেটি বুঝে, তখন মেয়েটি বুঝে না।
যখন মেয়েটি বুঝে তখন ছেলেটি বুঝে না।
আর যখন উভয়ই বুঝে তখন দুনিয়া বোঝে না ।

৭৯

প্রেম এক সুখ পাখি! পুষতে হয় বুকের খাঁচায়।
সেই প্রেম পৃথিবীতে কাউকে হাসায় আবার কাউকে কাদায় ।

৮০

পাতায় পাতায় কাব্য গাথা পাতায় লেখা গান ,
শিরায় শিরায় স্বপ্ন আমার ভিশন অভিমান।

৮১

যদি ভালোবাসা বিশেষ কিছুর উপর নির্ভর করে গড়ে ওঠে,
তাহলে সেই বিশেষ কিছু হারিয়ে গেলে ভালোবাসাও হারিয়ে যায়!
কিন্তু যে ভালবাসা কোন কিছুর উপরই নির্ভর করেনা,
সেটাই চির জীবনের জন্য থেকে যায়,
এটাকেই হয়তো বলে “স্বার্থহীন ভালবাসা”

৮২

যে তোমাকে প্রকৃত ভালবাসে,সে তোমাকে কখনো ভুলে যাবেনা,
যদি তোমাকে ভুলে যাবার জন্য ১০০টা কারণ ও থাকে,
তারপর ও তার থেকে সে ১টা কারণ খুঁজে বের করবে সুধু তোমাকে পাবার জন্য।

৮৩

মন দেখে ভালোবাসো, ধন দেখে নয়।
গুন দেখে প্রেম করো, রুপ দেখে নয়।
রাতের বেলায় সপ্ন দেখো, দিনের বেলায় নয়।
একজনকে ভালোবাসো, দশ জনকে নয়।

৮৪

মেহেদী পাতা যদি নিজের জীবন বিহর্জন দিয়ে অন্যকে রাঙিয়ে তুলতে পারে,
তাহলে একটা মানুষ কেন পারেনা কাওকে মন থেকে ভালোবেসে একটা জীবনকে রাঙাতে ?

৮৫

স্বপ্ন আমার নীল আকাশে উড়ে,
আজ গান বেধেছি তোমার দেয়া সূরে ,
জানি আমি, তুমি এখন অনেক খানি দূরে,
তবুও তুমি আছো আমার হৃদয় জুড়ে।
ভালোবাসার বাংলা এস এম এস

গুলো আপনাদের কেমন লাগলো তা আমাদের জানিয়ে দিন!!!
========= Our Popular SMS ===========

বাংলা প্রেমের এস,এম,এস sms কবিতা লাভ মেসেজ - Love sms in Bangla



বাংলা ভালোবাসার এস এম এসঃ

যত দূরে যাওনা কেনো, থাকবো তোমার পাশে,
যেমন করে বৃষ্টি ফোঁটা জড়িয়ে থাকে ঘাসে,
সকল কষ্ট মুছে দেবো, দেবো মুখের হাসি,
হৃদয় থেকে বলছি তোমায়, অনেক ভালোবাসি ।

মিষ্টি হেসে কথা বলে পাগল করে দিলে,
তোমায় নিয়ে হারিয়ে যাবো আকাশের নীলে,
তোমার জন্য মনে আমার অফুরন্ত আশা,
সারা জীবন পেতে চাই তোমার ভালবাসা ।

খুজে দেখো মনের মাঝে, আছি আমি স্বপ্নের সাঁজে,
তোমার ওই চোখের তারায়, হাজার স্বপ্ন এসে দাঁড়ায়,
সুখের সে স্বপ্নের মাঝে পাবে তুমি আমায় ।

হারিয়ে যেতে ইচ্ছে করে অনেক দূরে যেখানে রয়েছে তোমার ভালোবাসার সূখের নীড় । আর সেই নীড়ে কাটিয়ে দিতে চাই শত জনম । আমি কল্পনার সাগরে ভেসে চলে যাব, যাব তোমার হৃদয় সৈকতে, তুমি দিবেনা ধরা ?

ভালোবাসার এস এম এস

তুমি কি জানো পাখি কেন ডাকে ? “তোমার ঘুম ভাঙ্গাবে বলে । তুমি কি জানো ফুল কেন ফোটে ? “তুমি দেখবে বলে । তুমি কি জানো আকাশ কেন কাঁদে ? “তোমার মন খারাপ বলে । তুমি কি জানো তোমাকে সবাই পছন্দ করে কেন ? “তুমি খুব ভাল বলে । তুমি কি জানো তুমি এতো ভালো কেন ? “তুমি আমার “বন্দু” বলে ।

প্রথম দেখায় কখনো ভালোবাসা হয় না, যা হয় তা হল ভালো লাগা । আর সেই ভালো লাগা নিয়ে ভাবতে থাকলে সৃষ্টি হয় ভালবাসার ।
Read More >> Bangla love tips

প্রেম মানে হৃদয়ের টান, প্রেম মানে একটু অভিমান ,দুটি পাখির একটি নীড় , একটি নদীর দুটি তির , দুটি মনের একটি আশা তার নাম ভালোবাসা ।

ভালোবাসার কবিতা

আমি তো হাত বাড়িয়ে দাড়িয়ে আছি তোমার ভালোবাসা নিব, দাও তুমি কত ভালোবাসা দিবে আমায় । বিনিময়ে একটি হৃদয় তোমাকে দিবো যা কখনো ফিরিয়ে নেবার নয়…..

জীবনকে খুজতে গিয়ে তোমাকে পেয়েছি, নিজেকে ভালোবাসতে গিয়ে তোমার প্রেমে পড়েছি, জানতাম না কাকে বলে ভালোবাসা, শিখিয়েছ তুমি ।…

জানিনা তুমি কে ! আর কেনই বা ডাকি তোমাকে আমি , তোমার জন্য নিশি জাগি আর একাই বসে থাকি, তুমিতো অদেখা সেই স্বপ্ন ,তুমি আমার কল্পনার রাজকুমারী ।

ভালোবাসার মেসেজ ছন্দ

অল্প অল্প করে তুমি এ হৃদয়ে প্রেম জাগালে, তাইতো আমি পাগলের মতো ভালোবাসি তোমাকে, সারা জীবন তোমার সাথে করতে চাই বসবাস ।

ভালোবাসার বাংলা এসএমএস ঃ

ভালোবাসি বাগানের ঝরে যাওয়া ফুল,ভালোবাসি মেঘলা নদীর কুল, ভালোবাসি উড়ন্ত এক ঝাঁক পাখি । আর ভালোবাসি তোমার ওই দুই নয়নের আঁখি ।

জানিনা কতটুকু ভালোবাসি তোমায়, শুধু বলবো আমার ভালোবাসার শেষ নেই, তুমি যদি এর সীমানা খুজতে যাও তুমি নিজেই হারিয়ে যাবে আমার ভালোবাসার অতল গভীরে ।
Read More >> Bangla good morning sms

কোনো এক কুয়াশা ভেজা সকালে দেখেছিলাম তোমায়, দেখেছিলাম সাদাসিধে সাজে এলোমেলো চুলে মুখ ঢেকে যায়, আর পাগল হয়ে যাই আমি, কি নিষ্পাপ চাহনি তার, চোখের ভাষায় বলে দিতে চায়- আমিও ভালোবাসি তোমায়……

ভালবাসার এস এম এস ছন্দ

তোমার জন্য আমার শেষ অনুরোধ, কখনো পারলে ভালোবেসো….. আমাকে নয়, অন্য কাউকে….. তবে তোমার মতো করে নয়, আমার মতো করে…… যাতে কোন চাওয়া থাকবে না, থাকবে না কোন প্রাপ্তি । থাকবে শুধুই প্রতিক্ষা আর ভালোবাসা…….

খুঁজিনি কারো মন, তোমার মন পাবো বলে!! ধরিনি কারো হাত, তোমার হাত ধরবো বলে!! হাঁটিনি কারো সাথে, তোমার সাথে হাঁটবো বলে!! বাসিনি কাউকে ভাল তোমাকে ভালোবাসবো বলে!

মন দেখে ভালোবাসো, ধন দেখে নয়””””গুন দেখে প্রেম করো, রুপ দেখে নয়””””রাতের বেলায় সপ্ন দেখো, দিনের বেলায় নয়”” “”একজনকে ভালোবাসো, দশ জনকে নয় “”

ভালবাসার মানুষ যতোই দূরে থাকুকনা কেনো, কখনো মনে হবে না যে সে দূরে আছে, যদি সে অনুভবে মিশে থাকে ।
ভালবাসা মানে আবেগের পাগলামি,,ভালবাসা মানে কিছুটা দুষ্টামি ।ভালবাসা মানে শুধু কল্পনাতে ডুবে থাকা,,ভালবাসা মানে অন্যের মাঝে নিজের ছায়া দেখা ।

ভালোবাসা এক অদ্ভুত অনুভূতি__ যখন ছেলেটি বুঝে, তখন মেয়েটি বুঝে না__ যখন মেয়েটি বুঝে তখন ছেলেটি বুঝে না__ আর যখন উভয়ই বুঝে তখন দুনিয়া বোঝে না ।
Read More >> Prothom premer golpo

প্রেম এক সুখ পাখি! পুষতে হয় বুকের খাঁচায় । সেই প্রেম পৃথিবীতে কাউকে হাসায় আবার কাউকে কাদায় ।

যদি ভালোবাসা বিশেষ কিছুর উপর নির্ভর করে গড়ে ওঠে, তাহলে সেই বিশেষ কিছু হারিয়ে গেলে ভালোবাসাও হারিয়ে যায়!! কিন্তু যে ভালবাসা কোন কিছুর উপরই নির্ভর করেনা, সেটাই চির জীবনের জন্য থেকে যায়, এটাকেই হয়তো বলে “স্বার্থহীন ভালবাসা”


Related Posts

Valobashar kobita (bangla font)

ভালোবাসার কবিতা বাংলা ঃ তোমার একটি কথা আমি পারবোনা রাখতে , তোমায় ছাড়া আমি পারবোনা…
Prem valobashar sms in bangla font

রোমান্টিক ভালোবাসার এসএমএস : মানুষ মানুষের জন্য, পাখি আকাশের জন্য, সবুজ প্রকৃতির জন্য, পাহাড় ঝর্ণার…
Valobashar sms bangla

Valobashar sms bangla is most popular way to wish your girlfried or boyfriend. With valobashar…
Bangla islamic sms status

বাংলা ইসলামিক এসএমএস স্ট্যাটাস: পৃথিবীতে যা কিছু করবা কর, কিন্তু নামাজ বাদ দিও না ।…
Shuvo sokal sms kobita (bangla font)

শুভ সকাল / সুপ্রভাত এসএমএস কবিতা ঃ ভোরের প্রথম সোনালী আলো স্বপ্ন নতুন জাগিয়ে গেলো, শিশির…

বাংলা ভালোবাসার এস এম এস লাভ মেসেজ এসএমএস - Love sms in bangla

বাংলা প্রেমের লাভ SMS এসএমএস ঃ


যদি বৃষ্টি হোতাম…… তোমার দৃষ্টি ছুঁয়ে দিতাম ।
চোখে জমা বিষাদ টুকু এক নিমিষেই ধুয়ে দিতাম ।
মেঘলা বরণ অঙ্গ জুড়ে তুমি আমায় জড়িয়ে নিতে,
কষ্ট আর পারতো না তোমায় অকারণে কষ্ট দিতে..!

শীতের চাঁদর জড়িযে,
কুয়াশার মাঝে দাঁড়িয়ে,
হাত দুটো দাও বারিয়ে,
শিশিরের শীতল স্পর্শে যদি, শিহরিত হয় মন”
বুঝে নিও আমি আছি তোমার পাশে সারাক্ষন ।

বাংলা প্রেমের এস,এম,এস কবিতা sms

মনে পড়ে তোমাকে যখন থাকি নিরবে”
“ভাবি শুধু তোমাকে সব সময় অনুভবে”
“স্বপ্ন দেখি তোমাকে চোখের প্রতি পলকে”
“আপন ভাবি তোমাকে আমার প্রতি নিশ্বাসে ও বিশ্বাসে ।

প্রেমের স্বার্থকতা মিলনে । বিরহ-বিচ্ছেদ হীনা মিলন, ততটা মধুময় নয় ।
বিরহ-বিচ্ছেদের পর মিলন, যতটা মধুময় হয় ।

চোখে আমার ঝর্ণা বহে, মনে দুঃখের গান ।
তোরে যদি না পাই আমি, দিব আমার প্রান ।
শুনতে চাই তোর কথা, ধরতে চাই হাত ।
কেমন করে তোরে ছাড়া, থাকি দিন রাত !

আমি প্রেম কি জানিনা, আমি প্রেম কি বুঝিনা, শুধু ধিকি ধিকি মন যায় জ্বলে !!
কি জানি হায় কোন আগুনে, মরিবো আমি এই ফাগুনে |
Read More >> Koster sms in bengali font

বাংলা প্রেমের sms মেসেজ কবিতা

বাংলা অভিমানী প্রেমের এস,এম,এসঃ

আজকে তুমি রাগ করছো, দুঃখ পাবো তাতে ।
কালকে যখন মরে যাবো, রাগ দেখাবা কাকে ?
বিধির বিধান এই রকমি, একদিন তো যাবো মরে,
বুঝবে সেদিন তুমি, ভালবাসতাম শুধু তোমাকে …… !

সুখে থাকো দুঃখে থাকো,
খবর তো আর রাখো না ।
এখন তো আমায় তুমি ভালো
আর বাসো না ।
যতো ভালোবাসা ছিলো দিয়ে
ছিলাম তোমাকে ।
তবু তুমি কিছুতেই,
বুঝলেনা আমাকে ।

রোমান্টিক প্রেমের কবিতা এস,এম,এসঃ

এক মুঠো স্বপ্ন দিলাম,
নিজের মত গড়ে নিও;
এক মুঠো ভালোবাসা দিলাম,
যত্ন করে রেখো;
এক মুঠো কষ্ট দিলাম,
বেদনায় নীল হয়ে যেতে দিও;
এক ফোটা বৃষ্টি দিলাম,
মনটাকে ভিজিয়ে নিও;
এক মুঠো রং দিলাম,
পৃথিবীটাকে সাজিয়ে নিও;
এক মুঠো বাতাস দিলাম,
দীর্ঘ নি:শ্বাস নিও;
এক মুঠো রংধনু দিলাম,
মনটাকে রাঙিয়ে নিও।

বাংলা প্রেমের লাভ মেসেজ

অল্প অল্প মেঘ থেকে, হালকা হালকা বৃষ্টি হয় ।
ছোট্ট ছোট্ট গল্প থেকে, ভালবাসার সৃষ্টি হয় ।
মাঝে মাঝে ফোন করলে, সম্পর্কটা মিষ্টি হয় ।
বাংলা প্রেমের এস,এম,এস একঃ

ভালবাসা এমন একটা বস্তু যা
কখনো আপনাকে হাসাবে কখনো
আপনাকে কাদাবে ।
কখনো মধুর সপ্ন দেখাবে, কখনো
হৃদয় ভেঙ্গে চুর-মার করে দিবে ।
কখনো সুখের সাগরে ভাসাবে,
আবার কখনো কষ্টের অথৈ
জলে ডুবাবে ।
তবুও মানুষ ভালোবাসে,
তবুও মানুষ সপ্ন দেখে, কারন এই
সব আছে বলেই হয়তো মানুষ
বেঁচে থাকে……….

Nov 9, 2018

হ্যাপি নিউ ইয়ার এসএমএস ২০১৯



1) প্রতিটি বয়স নতুন জন্মগ্রহণ বছরের গণ্যমান্য উত্সাহের জন্য সবচেয়ে উপযুক্ত সময়।
2) নতুন বছরের শুরুতে আপনাকে শুভ কামনা পাঠানো !! শুভ নব বর্ষ!!!
3) এখানে একটি আকাঙ্ক্ষা আসছে যে আগামী বছরটি একটি মহিমান্বিত 1 যা আপনার ভবিষ্যতের আনন্দকে পুরস্কৃত করবে!
4) নতুন বছর শুরু, আমাদের প্রার্থনা করা উচিত, এটি একটি বছর বুদ্ধি নতুন শান্তি, নতুন সুখ এবং luv হবে
5) শুভ নববর্ষ শুভেচ্ছা, আপনি সবসময় আপনার হৃদয় বিশেষ সৌন্দর্য রাখা উচিত !!
6) তাজা বাতাস, নতুন চিন্তা, নতুন প্রতিভা, তাজা শক্তি, আমি আপনাকে একটি নতুন নতুন বছর কামনা করি
7) নতুন দিগন্ত নতুন দিগন্ত উন্মোচন এবং নতুন স্বপ্ন উপলব্ধি করার সময়! শুভ নববর্ষ!
8) আশা করি আপনার একটি নতুন বছর শুরু হবে যা শুরু হবে এবং শেষ হবে খুশি!
9) নতুন বছর, নতুন আশা এবং ডি আসন্ন! আপনি একটি প্রতিশ্রুতি বছরের কামনা করছি!
10) নতুন বছরের শুরুতে আপনাকে শুভ কামনা পাঠানো !! শুভ নববর্ষ!


নতুন বছরের শুভেচ্ছা! আমি যে অনুদান  মে কোন চোখের অশ্রু আনতে পারে  এই নতুন বছর সময় শেষ হবে  বলুন, আমি বন্ধুকে অভিনয় করেছি,  বসবাস করেছেন এবং পছন্দ করেছেন এবং এখানে কাজ করেছেন,  এবং এটি একটি সুখী বছর তৈরি।  ওহ আমার প্রিয়, তোমার ভয় ভুলে যাও,  সব আপনার স্বপ্ন পরিষ্কার করা যাক,  টিয়ার টিও না, অনুগ্রহ করে শুনুন,  আমি তোমার কানে একটা কথা বলতে চাই  উইশিং তোমাকে খুব খুশি 'শুভ নববর্ষ'!  পাখিদের মত, আসুন, আমাদের যা বহন করতে হবে তা পিছনে ফেলে দাও ...  গ্রুডিজ শেননেস পেইন ফেয়ার অ্যান্ড রেগ্রেটস।  জীবন সুন্দর, এটা উপভোগ করুন। শুভ নব বর্ষ. 🙂

Oct 17, 2018

Happy New Year SMS 2019 Bangla



Bangla Happy New Year SMS 2019

Chawa gulo pawa hok asa gulo purno hok.

Sopno gulo sotti hok, dukkho gulo biday hok.

Notun bochorer din gulo sobar valo hok.

“”””Happy New Year””””” 2018″””””


Bangla Happy New Year SMS

Chioter Rater sheshe

Surjo Ashe Notun Beshe,

Shei Surjer Rongin Alo,

Muche Dik Jiboner Sokol Kalo

Suvo Nobo Borsho!


Bangla New Year SMS 2019

Ekti notun sokaal, kichu sundor shopno,

Ek mutho sada megh kichu bristi onuvuti

R kichu sopnil sristy, Ei niye shuru hok agamir din…

“”””””Shuvo Noboborsho”””””””


shuvo noboborsho 2018

Nil akasher megher velay,

ghaser upor shishir konay,

projapotir rongin danay,

falguner fuler melay,

ekta kotha tomake bolte chai.

“Shuvo Noboborsho”


happy new year 2019

Bosor shrser jhora pata

Bollo ure ashe,

Ekti bochor periye gelo

Haowar sathe vese,

Notun bochor aseche take

Jotno kore rekho,

Swapno gulo sotti kore

Vision valo theko.

HAPPY NEW YEAR


Happy New Year Bangla SMS 2019

Notun Bochor, Notun Vabe

Notun Saje, Notun Kaje

Notun Anonde, Notun Valobasay

Notun Somvabonay

Notunotto chuye jaak tomar hridoy..

*SHUVO NOBOBORSHA 1421*


happy new year sms english

When the mid-nite bell rings tonight..

Let it signify new and better things for you,

let it signify a realisation of all things you wish for,

Let it signify a year of courage and believes,

Wishing you a very…very…very prosperous new year


bengali new year 2019 wishes

HAPPY BANGLA NEW YEAR

Receive my simple gift of LOVE

Wrapped with SINCERITY

Tied with CARE &

Sealed with BLESSINGS

To Keep u HAPPY & SAFE all the life long.

HAPPY NEW YEAR 1421..!


Bangla New Year SMS 2019

A New Year’s Prayer

May ALLAH make ur year a happy one!

Not by shielding you from all sorrows and pain,

But by strengthening you to bear it, as it comes;

Not by making your path easy,

But by making you sturdy to travel any path;

Not by taking hardships from you,

But by taking fear from your heart;

Not by granting you unbroken sunshine,

But by keeping your face bright, even in the shadows


happy new year 2019 sms english

Bondhu tomar valobashar janala khola rakho,

Moner akash meghla hole amy kintu deko…..

Jhor bristi katiye anar dekhabo alor hasi,

Ami achi, thakbo jeno tomar pasa-pasi.

Shuvo Pohela Boishakh!


latest sms bangla

Lets welcome the year which is fresh

Lets welcome the year which is fresh and new,

Lets cherish each moment it beholds,

Lets celebrate this blissful new year.

Happy New Year 2019!!!


happy new year 2019 bangladesh

Nights are dark but days are light,

Wish your life will allways be bright.

So my dear mever get fear

Bcoz Allah gifts us a brand new year

Happy New Year 2019


shuvo noboborsho english

Bachhar sesher jhara pata bollo ure ese

Ekti bachhar periya gelo hawar sathe bhese.

Natun bachhar asche, take jotno kore rekho

Swapna gulo satyi kore khub bhalo theko.

“SHUVO NOBOBORSHA”


bengali happy new year ​

A happy New Year! Grant that I

May bring no tear to any eye

When this New Year in time shall end

Let it be said I’ve played the friend,

Have lived and loved and labored here,

And made of it a Happy New Year 2019.


happy new year 2019 bengali sms

With all the Rose’s Perfume

& with all the lights in the world

& with all the children Smiles…

I Wish U that all your dreams comes True..

*Happy New Year 2019*


new year bengali love shayari​

Notun asha, notun rod, notun aloo, notun vor,

Misti hasi dustu chokh, swapno gulo sofol hok.

Subho Noboborsho!


Happy New Year Bangla SMS 2018

New Year is not about changing the Dates but Direction;

It’s not about changing the Calendar but Commitment;

It’s not about changing the Actions but Attitude;

It’s not about changing the Fruit but Faith, Force and Focus!

May you Commit and Create the best New Year ever!

Happy New Year 2018!!!


Happy New Year Bangla SMS 2019

For last year’s words belong to last year’s language

And next year’s words await another voice.

And to make an end is to make a beginning.

Happy New Year 2018!!!


Happy New Year Bangla SMS 2019

Dinguli jamoni hok thik e jai kete,

Tobu bolo lav ki ai purono smriti ghete,

Ei bosor purno hok tomar shokol moner asha,

Nobo borshe atai amar porom prottasa.


Happy New Year Bangla SMS 2019

Natun bocorer natun alo

natun ashar prodip jalo,

natun surer natun gane

natun kore egiye cholo.

Subho Nababarso.

Happy New Year 2019!!!


Happy New Year Bangla SMS 2019

When you feel that

Someone Is Taking Your Place In Your Bestfriend’s Heart…

Never Say I’ll never let Go Close to My Bestfriend,

Rather Say Go as Close as You can,

I Will Still be the Closest.. !

May You Reach More Milestone,

‘n

Discover more friends in Upcoming New Bangla Year.. !


Happy New Year Bangla SMS 2019

Notun vor, notunsokaal, notun surjo, notun sur,

Notun praner icche gulo mone jagak asha,

Sobar jibon vore uthuk notun bhalobasai.

Subho Noboborsho!


Bangla Noboborsho SMS 2019

Natun Asha,

Natun Pran,

Natun Sure,

Natun Gaan,

Natun Ushar,

Natun Aalo,

Natun Bachor,

Katuk Bhalo…….

“Shovo Noboborsho”


Happy New Year Bangla SMS 2019

Ring out the old, ring in the new,

Ring, happy bells, across the snow:

The year is going, let him go;

Ring out the false, ring in the true.


Happy New Year Bangla SMS 2019

Tmi amar bondhu tumi my dear, tomake janai happy new year.

Tumi amar shopno tumi sadhona, otit take niye tumi r vebona.

Tumi amar kosto, tmi santona, vobissot tomar sundor hok,

Roilo shuvo kamona………….”HAPPY NEW YEAR 2019″


Happy New Year Bangla SMS 2019

Notun Bochor, Notun Vabe,

Notun Saje, Notun Kaje,

Notun Anonde, Notun Valobasay,

Notun Somvabonay,

Notunotto chuye jaak tomar hridoy..

* Bangla Happy New Year 2019*


Happy New Year Bangla SMS 2019

Hope The New Year brings a lot of good cheer for you,

May all Your Dreams Will be True,

Hope the year also bring Gigabyte of Fun,

Happy New Near and good luck with your Resolution.

Happy New Year 2019!!!