Nov 12, 2018

কষ্টের ভালবাসার মাঝে একটু সুখের স্মৃতিময় এস এম এস - Love sms in Bangla




আমি যখন তোমার নাম
মাটিতে লিখলাম ,,
বৃষ্টিতে ভিজে গেলো .....
আকাশে লিখলাম ,, আকাশ
মেঘে ঢেকে গেলো ..... কিন্তু যখনই
হৃদয়ে লিখলাম ,, ঠিক তখনই
তুমি আমায় ভুলে গেলে....


কি অপরাধ ছিলো আমার?
খুব বেশি ভালোবেসে ছিলাম,এটাই
কি ছিলো অপরাধ?
কেনো আমার জীবন
টা নিয়ে খেলা করলে ও রকম?
পৃথিবীতে নাকি দুইটা জিনিস
পাওয়া খুব কষ্ট সাধ্য।
১:) মনের মানুষ।
২:) মানুষের মন।
সত্যি আজ দু চোখের জল
দিয়ে সেটা বিশ্বাস করতে হচ্ছে।


গোলাপ যদি সুন্দর
হয়,গাছে এতো কাটা কেন?
মণি যদি মুল্যবান হয়,বিশাক্ত_সাপের
মাথায় কেন?ভালবাসা যদি সর্গ
হয়,তাহলে এতো কষ্ট কেন??

এই পৃথিবীতে কেউ কারও আপন নয়,স্বার্থ যেখানে আছে,সবাই সেখানে ছুটে| কেউ স্বার্থের জন্য কিছু সময় আপন হয়,স্বার্থ ফুরিয়ে গেল কেউ কার নয়

ওচেনা একটি পথ,তবে কেন হাটছি..?
ওচেনা একটি মানুষ,তবে কেন দেখছি..?
ওচেনা কিছু আবেগ নিয়ে কেন এত সপ্ন দেখি..?
সব যদি ওচেনা হয়ে,কেন এত ভাবছি.....?

পাথর চাপা কষ্ট বুকে,, কষ্টের কথা বলি কাকে?? যার কারনে নিস্ব হলাম,, সেইতো আছে বেশ সুখে,, আর আমার কথা ভুলেই গেছে..!!

প্রতিটি মানুষের জীবনে গোপন কিছু কষ্ট রয়েছে। কেউ সেই কষ্ট দূর করতে পারে, আবার কেউ পারেনা। কেউ সেই কষ্টকে দূরে ফেলে, জীবনটাকে উপভোগ করতে পারে, আবার কেউবা সেই কষ্টকে আকড়ে ধরে, জীবনটাকে তিলে তিলে ধ্বংস করে।

ভালবাসা স্বপ্নীল আকাশের মত সত্য,, শিশির ভেজা ফুলের মত পবিত্র.. কিন্তু সময়ের কাছে পরাজিত,, বাস্তবতার কাছে অবহেলিত..!!

কাউকে না পেলে জীবন কখনো শেষ
হয় না
কিন্তু
কাউকে পেয়ে তাকে আবার
হারালে
জীবনের আর কিছু বাকি থাকে না...কখনোই কাউকে খুব বেশি বিশ্বাস করবেন না।। খুব বেশি ভালোবাসবেন না।।
প্রিয়জনের কাছ থেকে খুব বেশি আশা ও করবেন না।।
কারণ আপনি যখন কাউকে খুব বেশি ভালোবাসবেন, বিশ্বাস করবেন,সে তখন আপনাকে এতোটাই কষ্ট দিবে যা আপনি সহ্য করতে পারবেন না..

ভালবাসার মানুষের দেওয়া সব কষ্টই মেনে নেয়া যায়,, শুধু মেনে নেয়া যায়না তার চলে যাওয়া কষ্টটা..!!

কষ্ট দাও
তবে এতো বেশি দিয়ো না যা সইবার
ক্ষমতা আমার নাই॥
দুঃখ দাও
তবে এতো বেশি দিয়ো না যা বইবার
ক্ষমতা আমার নাই॥ আমায় এতো বেশি কাঁদাইয়ো না,
যে কাঁন্নার জল একদিন তোমায়
ভাসিয়ে দিবে॥

যদি কর সুখের আশা করিও না 'ভালবাসা' ভালবাসা অতি "কষ্ট, এতে হয় জিবন"নষ্ট,ভালবাসার শেষ "ফল" বুকে বেথ্যা চোখে 'জল..!!

মাঝে,মাঝে কষ্ট করে হলেও একা একা চলা শিখতে হয়? কারণ,যাকেছাড়া আপনি চলতে পারবেন না, বা বাঁচতে পারবেন না ভাবছেন, সে কিন্তু, আপনাকে ছাড়া ঠিকই বেঁচে আছে...

এই পৃথিবীতে কেউ
কারো আপন নয়,স্বার্থ
যেখানে আছে,সবাই
সেখানে ছুটে ।কেউ
স্বার্থের জন্য কিছু সময়
আপন হয়,স্বার্থ
ফুরিয়ে গেলে কেউ কার নয়।


ভালবাসার নীল দরিয়ায়,
উড়াইলে তুমি পাল।
সাত সাগরের মাঝে কেন,
ছেড়ে দিলে হাল।
প্রেমের স্রোতে ভাসছি একা,
এটাই কি মোর কপাল?

প্রেম ধরিয়ার মাঝে যে আজ,
নিবে গেল মোর ইহকাল।
এটাই তো ছিলোমোর কপাল।

নদীর কষ্ট হয় পানি শুকিয়ে গেলে,গাছের কষ্ট হয় পাতা ঝরে গেলে,রাতের কষ্ট হয় চাঁদ ডোবে গেলে,আর মানুষের কষ্ট হয় আপনজন ভুল বুঝলে

জানি ভুলে গেছ,তবুও বলছি কেমন আছো?জানি উত্তর দিবে না..তবুও বলছি কি করছ?জানি বিরত্ত হবে,তবুও বলছি ভালো থেকো?ইতি তোমার মনের মানুষ?

মেয়েদেৱ হাত নৱম তাদেৱ নাকি প্ৰেম হয় গৱম,যে মেয়েদেৱ মন শক্ত তাৱা নাকি প্ৰেমেৱ বক্ত,যে মেয়েদেৱ ঠুঠ চিকন তাদেৱ নাকি প্ৰেম হয় চিৱজীবন

মনে রাখব তোমাকে cirodin, তুমি যেখানেই থাক jotodin. তোমাকে নিয়ে ঘুরবো Sritir ঘর, যদিও তুমি হয়ে গেছ আমার Por, তবুও Miss করব তোমায় জীবনভর..

7 comments

সুন্দরবনের পাশে বাড়ি আমার

এই পৃথিবীতে এমন কোনো মানুষ কি আছেন, যিনি হলফ করে বলতে পারবেন, তার কোনো কষ্ট নেই; কিংবা তিনি কোনোদিন কষ্টের কোনো অনুভূতি পাননি। আমি মনে করি উত্তরটা হবে ‘না’। কোনো কিছু অর্জন করতে চেয়ে না পারার কষ্ট; কোনো কিছু হারিয়ে ফেলার বেদনা কিংবা ভালোবেসে বিফল হয়ে যাওয়ার মনোযন্ত্রণা; একেক জনের কষ্টের আছে রকমের। সুতরাং মানুষের এই দুঃখ কষ্টের বিষয়বস্তু, আবেগ, অনুভূতি নিয়ে লেখা হয়েছে কষ্টের এসএমএস। এছাড়াও আমাদের ওয়েবসাইটের Bangla Love SMS সহ সকল ধরনের এসএমএস পাবেন।

Click Here: http://bit.ly/MysmsBD

Good Article Vhai

এসো গল্পের দুনিয়ায় জীবনকে রাঙাই
https://obohelajibon.blogspot.com

Motivational Quotes to Get You Motivated Today
https://www.obohelajibon.info

Learn Drawing Easy Step by Step✅ https://www.drawwithpappu.com/tractor-drawing-step-by-step/


EmoticonEmoticon