Oct 1, 2018

ঘুমানোর পূর্বে রাসূল সঃ এর ১০টি বৈজ্ঞানীক সুন্নাহ ঘুমানোর নিয়ম (সুন্নাহ বনাম বিজ্ঞান)


১- ঘুমানোর পূর্বে ওযু করে নেওয়া-
২- শয়ন অবস্হায় সূরা ফালাক, নাস ও ইখলাস পাঠ করাঃ
৩- আয়াতুল কুরশি পাঠ করাঃ
৪- ঘুমানোর পূর্বে বিছানা ভালোভাবে ঝেড়ে নেওয়াঃ
৫- সূরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করাঃ
৬- ঘুমানোর পূর্বে নির্দিষ্ট দোয়া পাঠ করাঃ
৭-ডান কাত হয়ে ঘুমানোঃ
৮- তাসবি পাঠ করাঃ
৯- সূরা মুলক পাঠ করাঃ
১০- রাতে এক শো আয়াত পাঠ করা-


ইসলামিক স্কুলের সাথে বিশুদ্ধ ইসলাম শেখা কখনো থামিও না। এখানে তুমি পাবে নিজেকে ইসলামিক জ্ঞানে দক্ষ করার জন্য দেশের, বিদেশের বিভিন্ন ইসলামিক স্কলারদের একক আলোচনা, যৌথ আলোচনা, সিরিজ আলোচনা, খন্ড আলোচনা, কোরআন তিলাওয়াত, অনুবাদ, হাদিস শিক্ষার ক্লাস, কোরআন ও বিজ্ঞান, ইসলামিক কুইজ এছাড়া আরো অনেক কিছু যা থেকে তুমি নিজেকে একজন প্রাক্টিচিং মুসলিম হিসেবে গড়ে তুলতে পারবে ইনশাআল্লাহ।

ইসলামে ঘুমানোর নিয়ম, ঘুমানোর সঠিক নিয়ম, ইসলামে স্বামী স্ত্রী ঘুমানোর নিয়ম, ঘুমানোর সঠিক পদ্ধতি, ঘুমানোর সময়, ঘুমানোর দোয়া, ছেলেদের ঘুমানোর নিয়ম, স্বামী স্ত্রীর শোয়ার নিয়ম


EmoticonEmoticon