কিভাবে ঠিক রাখবো মোবাইলের ব্যাটারী?
আমাদের সবারই নতুন মোবাইল কেনার পর একটা কমন প্রশ্ন থাকে, যে মোবাইলটা কতক্ষন চার্জ দিবো?
আজ আমি আপনাদের সেই প্রশ্নের উত্তর দিব। আশা করি সবাই এই পোষ্টের শেষ পর্যন্ত পড়বেন৷
নতুন মোবাইল কেনার পর আমাদের সবারই একটা প্রশ্ন থাকে, কতক্ষন ফোন চার্জ করলে আমাদের ফোনের ব্যাটারী ব্যাকআপ ভালো হবে? মোবাইল কেনার পর দোকানদার আমাদের বলে দেন যে সারা রাত চার্জ দিতে হবে, চার্জ না দিয়ে ব্যবহার করলে ব্যাটারীর স্ট্যান্ড বাই টাইম কমে যাবে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি৷ কিন্তু আদৌও কি কথাটা সত্য?
না মোটেও না। কোন ব্যাটারি তার প্রয়োজনের অতিরিক্ত সময় চার্জ দিলে তার আয়ু কমে যায়। ব্যাটারির কার্যক্ষমতা ঠিক রাখতে আমাদের কিছু কথা মনে রাখতে হবে। যেগুলা ঠিক মত পালন করলে আপনার মোবাইলের ব্যাটারি দীর্ঘস্থায়ী হবে বলে আমি মনে করি।
যে বিষয়গুলো মাথায় রাখতে হবেঃ
১. নতুন মোবাইল বা ব্যাটারি কেনার পর এটা ১০০% চার্জ না হওয়া পর্যন্ত চার্জ দিতে হবে।
২. মোবাইল কেনার পর চার্জ না দিয়ে যে ব্যাবহার করা যাবে না, এটা সম্পুর্ণ ভিত্তিহীন কথা। মোবাইল কোম্পানি বা ব্যাটারি নির্মাতা কোম্পানি আপনার ব্যবহারের জন্য প্রথমেই ব্যাটারিতে চার্জ করে দিয়ে রাখে। যেন আপনি নতুন ফোন বা ব্যাটারি কেনার পর আপনার প্রয়োজনীয় কাজ সারতে পারেন।
৩. ব্যাটারি শর্ট সার্কিট করবেন না। এতে ব্যাটারির স্ট্যান্ড বাই টাইম কমে যায়।
৪. নতুন অবস্থায় ২/১ বার ব্যাটারি ০% চার্জ হলে তা আবার ১০০% হওয়া পর্যন্ত চার্জ দিন।
৫. প্রতিদিন ব্যাটারি ২০% এ নেমে আসলে চার্জে লাগান।
৬. ব্যাটারির চার্জ ৯৫-৯৬% হলে খুলে নিন। এবং ব্যবহার করুন।
৭. মাসে ৩/৪ বার ব্যাটারি সম্পুর্ণ ০% করে চার্জে দিবেন এবং ১০০% চার্জ পূর্ণ করুন।
৮. সারা রাত ফোন চার্জে লাগিয়ে রাখবেন না।
৯. নির্দিষ্ট ফোনে নির্দিষ্ট ব্যাটারি ব্যবহার করুন।
১০. সবসময় ফোনের সাথে সর্বরাহ করা চার্জার ব্যাবহার করুন।
১১. অতিরিক্ত চার্জার কিনতে চাইলে, অরিজিনাল চার্জারের রেটিং এর সাথে মিলিয়ে চার্জার কিনুন।
কোন রকম ফোনে সমস্যা হলে আমাকে comment এ জানা তে পারেন । যত টুকু জানি সমাধান দেওয়ার চেষ্টা করব ।
Oct 26, 2018
কিভাবে ঠিক রাখবো মোবাইলের ব্যাটারী?
✔
Admin
Diterbitkan October 26, 2018
Tags
Related Post
Subscribe to:
Post Comments (Atom)
EmoticonEmoticon