Oct 26, 2018

আমার পিসি অতিরিক্ত ডাটা খরচ করছে কি করব?

Tags



কিভাবে আপনি WINDOWS 10 কে সীমিত আকারে আপনার নেটের ডাটা ব্যাবহার করতে দিবেন?

ভদ্র দা এর পোস্টের সুবাদে এখানে ছয়টি মেথড বলা আছে যেগুলো কিছুটা হলেও রক্ষা করবে আপনার নেট প্যাকেজ ডাটা শেষ হওয়ার হাত থেকে।
তবে অন্যান্য কারণেও আপনার ডাটা পাকেজ শেষ হতে পারে।

১। আপনার ইন্টারনেট কানেকশনটি মিটার কানেকশন এ রূপান্তর করুনঃ (turn on metered connection)
আপনার ইন্টারনেট কানেকশনটি মিটার কানেকশন এ রুপান্তর করতে হবে।

মিটার কানেকশন টি কোথায় অবস্থিতঃ
Metered connection is now located under Start > Settings > Network & Internet > Wi-Fi > your connection name.

মেথড ১ দেখুন

২। ব্যাকগ্রাউন্ড অ্যাপ অফ রাখুনঃ (turn off background apps)

উইন্ডোজ অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চালু থাকে এবং তারা প্রচুর ডাটা নষ্ট করে।

Settings > Privacy > Background apps.

মেথড ২ দেখুন

৩। মাইক্রোসফট ওয়ান ড্রাইভ (disable OneDrive)
মাইক্রোসফট ওয়ান ড্রাইভ ব্যাকগ্রাউন্ডে চালু থাকে এবং অনেক সময়ের প্রয়োজন না থাকলেও এটি আপনার ফাইল সব সময় আপডেট রাখার জন্য ইন্টারনেট এর ডাটা ইউজ করে।

To disable OneDrive, press CTRL + SHIFT + ESC.

Select the startup tab Then under the Startup tab you can disable OneDrive.

স্টার্ট আপ ট্যাব সিলেক্ট করুন এবং সেখান থেকে ওয়ানড্রাইভ' ডিজেবল করুন
আপনি ড্রপবক্স এবং গুগোল ড্রাইভ এর জন্য একই পদ্ধতি অনুসরণ করতে পারেন।

মেথড ৩ দেখুন

৪। পিসি সিঙ্ক ডিজেবল করুনঃ (disable pc sync)

Go to Settings > Accounts > Sync your settings and turn Sync settings off.

আপনি যদি মাইক্রোসফট একাউন্ট ইউজ করেন তাহলে আপনার এখানে পিসি সিং অফ করার অপশন দেখাবে অথবা আপনি যদি উইন্ডোজ একাউন্ট ইউজ করেন তাহলে এই অপশনটি গ্রে অবস্থায় থাকবে।

মেথড ৪ দেখুন

৫। নোটিফিকেশন অফ রাখুনঃ (turn off notification)
মোবাইল ইন্টারনেট ডাটা সেভ করার আরেকটি উপায় হতে পারে একশন সেন্টারের নোটিফিকেশন অফ রাখা।
সিস্টেম ট্রেতে অবস্থিত একশন সেন্টারের আইকনের উপর রাইট ক্লিক করুন এবং এখান থেকে সিলেক্ট করুন TURN ON QUIET HOURS

চিত্র ৫ দেখুন

৬। লাইভ টাইলস অফ রাখুনঃ (turn off live tiles)

ফিড ভিত্তিক অ্যাপ যেমন নিউজ, টুইটার, ফেসবুক, মেইল । এইসব সব সময় আপডেট স্ট্যাটাস বা নিউজ বা মেইল পাঠায়। এটিকে অফ রাখবেন যেভাবে

মেথড ৬ দেখুন


EmoticonEmoticon